হাসপাতালে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
হাসপাতালে লক্ষ্য করে
একটু দেখে যাও
দুনিয়ার এই মায়ার খেলা
দেখে শিক্ষা নাও ।
নানান রকম রুগী কেউ সুখি তো কেউ বা দুঃখি,
বহু জীবন কষ্টে কাটে নষ্ট হওয়ার ছবি দেখি ।
তবু মোরা চলেছি ছুটে ধোঁয়াশা স্বপ্ন নিয়ে,
জীবন থেকে ঝরে গেলো তাই মূল্যবান সময় ।
শিশু কাঁদে মা হারিয়ে মা কাঁদে শিশুর শোকে,
কতো মানুষ মারা যায় আজ ধুঁকে ধুঁকে ।
ডাক্তার বাবু হাসপাতালে নয় আছেন নার্সিংহোমে,
মানুষ কশাই ডাক্তার বাবু মানবতা ভুলে যায় ।
লেখার সময়:
22 থেকে 25 তারিখ