মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

হাসপাতালে


হাসপাতালে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

হাসপাতালে লক্ষ্য করে
একটু দেখে যাও
দুনিয়ার এই মায়ার খেলা
দেখে শিক্ষা নাও ।

নানান রকম রুগী কেউ সুখি তো কেউ বা দুঃখি,
বহু জীবন কষ্টে কাটে নষ্ট হওয়ার ছবি দেখি ।
তবু মোরা চলেছি ছুটে ধোঁয়াশা স্বপ্ন নিয়ে,
জীবন থেকে ঝরে গেলো তাই মূল্যবান সময় ।

শিশু কাঁদে মা হারিয়ে মা কাঁদে শিশুর শোকে,
কতো মানুষ মারা যায় আজ ধুঁকে ধুঁকে ।
ডাক্তার বাবু হাসপাতালে নয় আছেন নার্সিংহোমে,
মানুষ কশাই ডাক্তার বাবু মানবতা ভুলে যায় ।

লেখার সময়:
22 থেকে 25 তারিখ

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ও ভাই

ও ভাই

তরিকুল ইসলাম খালাসী

মধ্যবেনা, বাদুড়িয়া


ও ভাই কাক হয়োনা 
হয়োনা তুমি মরোগ স্বভাবের,
মানুষ তোমায় বলবে না কেউ
এই সমাজে ।

ঘুরছে কতো মানুষ দেখো হায়নারি বেশে,
মানুষ নামের পরিচয়ে এই সমাজে মিশে ।
ভুলেও তুমি ওদেরই পথে
বলি যেওনা ।

কতো মানুষ মরছে দেখো এই দুনিয়ায়,
মরতে হবে মানুষ তবু কেমনে ভুলে যায় ।
সৃষ্টির সেরা মানুষ তুমি
কেন শ্রেষ্ঠ হলে না ।।

লেখার সময় : 8:20pm
তারিখ : 20.08.2021

রবিবার, ৮ আগস্ট, ২০২১

আসবে যখন ডাক

আসবে যখন ডাক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আসবে যখন ডাক  ছেড়ে যেতে হবে সব
ছিঁড়ে যাবে মায়ার বাঁধন,
আপন স্বজন বাপ  করবে মাতম সব
তবু সবাই করবে সেদিন দাফন ।

বুকের খাঁচার পরান পাখি উড়ে যাওয়ার আগে
নাজাত পেতে করো এবাদাত রাত জেগে জেগে  ।
সেদিন তো আর কেউ তো তোমার হবে না আপন
থাকবে সবাই দূরে দূরে দূরে থাকবে আপনজন ।

সাগর জলের মাঝে যখন মাঝি তুলে পাল
বাঁচার জন্য মাঝি ধরে শক্ত করে হাল
তেমনি তুমি ধরো হাল ফুরিয়ে যাবে দিন
জীবন পথে চলার আগে একটু ভেবে নিন ।।

লেখার সময় : 2:00pm
তারিখ : 06.08.2021

আমার প্রিয় মা


আমার প্রিয় মা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মা তুমি
কত কষ্ট সহ্য করে,
এই দুনিয়ায়
আলো আমায় দেখালে ।
ওগো মা.. ওগো মা.. ওগো মা.. প্রিয় মা...

দশ মাস দশ দিন গর্ভে ধরে,
চুম্মা দিলে আমায় তুমি জন্মের পরে ।
করেছি জ্বালাতন সারাদিন ধরে,
ওগো মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

নিজে না খেয়ে মাগো আমারে খাওয়ালে
আজ কেন ছেড়ে আমায় তুমি  চলে গেলে,
করেছি জ্বালাতন সারাদিন ধরে
তবু মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

লেখার : 12:00am
তারিখ : 13.07.2021

কর্মী

কর্মী
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কর্মী তুমি হও অনুগত
বিলাল হাবশী জায়েদের মতো ।
লক্ষ্য তারা ঝরবে তবু
কাফেরের পায়ে মাথা হবেনা নত ।

কর্মী তুমি হবে কান্ডারী
জীবনকে বাজি রেখে দেবে পাড়ি ।
দেখবে তুমি চোখে হাশরের ময়দান
এ জীবন হবে তোমার সোনার তরী ।

কর্মী তুমি হবে ন্যায়ের প্রতীক
শ্রেষ্ঠ নীতি নিয়ে হবে সামাজিক,
হামযা আলীর মতো হও নিষ্ঠাবান
ওমরের মতো হও নির্ভীক ।।

লেখার সময় : 8:40am
তারিখ: 08.08.2021

মানুষের বন্ধু


মানুষের বন্ধু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মানুষের বন্ধু মানুষ তুমি
সুখে দুঃখে সাথী সবার,
মানুষের বন্ধু মানুষ তুমি
গরিবের মুখে দাও তুলে খাবার । 

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করিছি পণ ।

খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান
চাই সবার অধিকার,
মানুষের বুক জুড়ে থাকবো মোরা
এই তো মোদের  অঙ্গীকার ।
এসো মিলেমিশে মানুষের পাশে
শপথ করি সাথে থাকবার ।

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন,
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

আর কতদিন গরীব দুঃখি
থাকবে বেঁচে ওই পথের ধারে,
আমরা মানুষ কিসের মানুষ
জীবন যদি কাটে অনাহারে ।
এসো কাধে কাধ মিলে আমরা সবাই
এগিয়ে চলি পথ দূর লিবার

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 2বার
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

লেখার সময় : 7:40am
তারিখ: 4.08.2021

হারিয়ে যাওয়ার পথ গুলি সব

হারিয়ে যাওয়ার পথ গুলি সব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

হারিয়ে যাওয়ার পথ গুলি সব বন্ধ করে দাও
সঠিক পথের পথিক তুমি আমাকে বানাও।  2বার
দু'দিনের এই জীবন পেয়ে সময় দিনে যাচ্ছে ক্ষয়ে , 2
নষ্ট হওয়ার আগে তুমি আমাকে পথ দেখাও । 1/2 ঐ

হুকুম তুমি দিলে যেথায় সেথায় আমায় রাখো
আদেশ মতো গড়বো জীবন লাগবে সময় যতো। 2
সাহাবাদের সাথী হওয়ার সুযোগ করে দাও,  2
জীবন পথে চলতে তুমি পথের সাথী হও ।  2 ঐ

যার হুকুমে সূর্য ওঠে পূবের আকাশে,
ফুলের কুঁড়ি পাপড়ি মেলে ফুল গুলি হাসে, 2বার
নিয়ম কানুন চলছে মেনে জীবনে বিনাশে,  2
সেই পথেরই পথিক হবো পথটি খুলে দাও।
জানি তুমি দুঃখের সময় সুখের সাথী হও । 2  ঐ

লেখার সময় : 8:30am
তারিখ : 07.08.2021

আমার ফুরিয়ে যাবে যেদিন

আমার ফুরিয়ে যাবে যেদিন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমার ফুরিয়ে যাবে যেদিন আসবে আঁধার নেমে
জীবন নামের ঘড়িটা সেদিন হঠাৎ যাবে থেমে ।
খালি হাতে যেতে হবে এই ভুবন ছেড়ে
জীবন যাপন করো তুমি মরণ কথা ভেবে ।

হায়রে জীবন মায়ায় বাঁধন যাকেই করি আপন
শূন্য করে যাবে চলে যতই করি যতন,
রক্তের মায়া বড়ই নিষ্ঠুর আপন শুধুই ভবে
স্বজন সাথী সেদিন আমায় সবাই ভুলে যাবে।

মিছে মায়া স্বপ্ন বিহীন গড়ছি বাড়ি গাড়ি
নেশার ঘোরে যাচ্ছি ভুলে দিতে হবে পাড়ি ।
তবু মাথায় আসে নারে মরণ এসে যায় কবে
সব কিছুই ছেড়ে ওভাই একলা যেতে হবে ।।

লেখার সময় :1:20pm
তারিখ: 08.08.2021