সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

যার মাঝে নেই "আশা"

যার মাঝে নেই "আশা" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার মাঝে নেই আশা ও ভাই 
ভরসা কেমনে পাবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 

বুক ভরা আশা নিয়ে 
থাকো ময়দানে, 
জমিনে না পেলে তুমি 
পাবে আসমানে । 
রবের ওয়াদা হবেই পূরণ 
সবর করতে হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… 

চাওয়া যদি না হয় তোমার 
ওই জান্নাত, 
কেমন করে পাবে তুমি 
রবের মোলাকাত । 
নিশিরাতে দুহাত পেতে 
চাইতে তোমায় হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… ।। 



দ্বীন কায়েমের তরে

দ্বীন কায়েমের তরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীন কায়েমের তরে 
স্বপ্ন দেখো তুমি - স্বপ্ন দেখো, 
সেই স্বপ্ন টাকে 
বাস্তবায়ন করার - লক্ষ্যে থাকো । 

পাবে তুমি সফলতা 
আশাহত হয়োনা,
হতাশা কে মাড়িয়ে
সামনে হাঁটো ।
দ্বীন কায়েমের তরে.........

রক্ত ঝরেছে কত 
আমার ওই ভাইয়েদের 
দ্বীন কায়েমের তরে, 
পিচু হাঁটেনি তারা 
সাহাদাত পাবে বলে 
জীবন দিলো অকাতরে । 
সত্যের পথ ধরে
এক বুক আশা নিয়ে 
সামনে হাঁটো তুমি - সামনে হাঁটো । 
দ্বীন কায়েমের তরে.........

ওই মিছিলে যেন 
আমাদের এই নাম 
আমরা পারি লিখিতে, 
সেই তাওফীক দিও 
হে আমার দয়াময় 
আছি তাই সিজদার পাটিতে । 
এই আশা বুকে করে 
তব দ্বারে বারেবারে 
চেয়েছি মোরা দেখো - চেয়েছি দেখো । 
দ্বীন কায়েমের তরে.........।।

শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এই সুস্থ দেহ

এই সুস্থ দেহ 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এই সুস্থ দেহ 
রবের নিয়ামত, 
তোমার আমার কাছে 
দিয়েছে আমানত । 

সম কতো ভাই দেখো
মৃত্যুর ওই বিছানায়
প্রতিক্ষনে দিন গোনে, 
শত দেহ থেকে প্রাণ  
নিয়েছে যে অবসান
তুমি দেখেছো জীবনে । 
তবু কেন এই মন  
মানে না নসিহত । 
এই সুস্থ দেহ ……………… 

যদি হতে চাও বীর 
নত করো এই শির 
রবের দ্বারে সিজদাতে, 
রেখে চলো সুনজির 
হয়ো না কখনো বধির 
তুমি এই দুনিয়াতে । 
ধরাতে রবে পড়ে এই দেহ 
ফুরালে হায়াত । 
এই সুস্থ দেহ ……………… ।।


রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

জলসিঁড়ি অঙ্গনে

জলসিঁড়ি অঙ্গনে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বপ্নরা বড় হয় 
সাধ্য কেন নয়, 
পাবে জলসিঁড়ি অঙ্গনে 
রবের পরিচয় । 
সুরে সুরে তাই মোরা 
যায় গেয়ে শিল্পীরা 
স্বল্প কথায় ছন্দ তালে 
সবই বলা হয় । 
স্বপ্নরা বড় হয়………… 

নবীজীর শানে শত 
গেয়ে যায় গান, 
দরূদ পাঠায় মোরা 
খুলে এ প্রাণ । 
মোরা জলসিঁড়ির শিল্পীরা 
করেছি এ পণ, 
গানে গানে গেয়ে যাবো 
রবের পরিচয় ।  
স্বপ্নরা বড় হয়………… 

জীবনের কথা গুলো 
বলে যাবো গানে, 
যে কথা গুলি আছে ওই 
বলা কুরআনে । 
মোরা হাদীসের আলোকে 
জীবন নেবো রাঙ্গিয়ে 
সত্য কথা সত্য পথের 
দেবো পরিচয় । 
স্বপ্নরা বড় হয়………… ।।

বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

তুমি কি দেখো স্বপ্ন

তুমি কি দেখো স্বপ্ন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি দেখো স্বপ্ন 
দ্বীন কায়েম করার, 
তবে তোলো স্লোগান ময়দানে 
আল্লাহু আকবার । 

যারা স্বপ্ন দেখেছে এই ভুবনে 
জীবন করেছে বলিদান, 
বিনিময়ে পেয়েছে ভালোবাসা 
পেয়েছে জান্নাতি সম্মান ।
এমনি পাওয়া পাবে তুমি ওগো 
যাও হয়ে আল্লাহর ।
তুমি কি দেখো……………… 

স্বপ্ন ছাড়া সব হতাশার পথ 
তাই বুকে রাখো আশা, 
দুদিনের তামাশা ভুলে গিয়ে 
গড়ে তোলো ভালোবাসা । 
সেদিন তো আর নই বেশিদিন  
পাবেনা সময় ভাববার ।
তুমি কি দেখো……………… ।। 


বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আলিফুন'বা পাঠ 3

আলিফুন'বা  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আলিফুন'বা.........

আরবি হরফে'ই কোরআন লেখা 
সুরে সুরে শিখবো মোরা, 
জ্ঞানী হবো এই আশাতেই 
পড়বো কোরআন ত্রিশ পারা । 

আলিফুন'বা.........

গড়তে জীবন বাণী প্রয়োজন
সেই বাণীটি আল্ কোরআন, 
মহান তুমি ওগো রহিম 
দাও বাড়িয়ে আমাদের জ্ঞান । 

আলিফুন'বা......... ।। 

আল্লাহু আল্লাহু


আল্লাহু আল্লাহু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 

সৃষ্টির শ্রেষ্ঠ করেছো 
তুমি ইনসান, 
জ্ঞান বুদ্ধি বিবেক তার 
করেছ যে দান । 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 

নসিবে মোদের রেখো না 
তুমি জাহান্নাম, 
অপমানিত করো না ওগো 
রহিম রহমান । 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ