শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

ছাড়বো না রাজপথ

ছাড়বো না রাজপথ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি এই বুকেতে চালাও গুলি
তবু ছাড়বো না রাজপথ, 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 

মানবতার জন্য মোরা
করেছি এই পণ, 
বাঁধা যারা দেবে শোনো 
তারা জাতির দুশমন । 

সেই জালিমের রুখতে মোরা 
চিতিয়ে দেবো বুক, 
শত শহীদের মাঝেও আরো 
একটি শহীদ হোক । 
আসুক যতোই আমাবস্যা... 
কালো ওই রাত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ 

আমার ভাইয়ের রক্তে রাঙা 
দেখো এই রাজপথ, 
আমি কেমন করে ঘুমায় বলো 
শুয়ে একটি রাত ! 

ওরা অধিকার নিয়েই লড়াই 
করে যায় দিন রাত, 
ওদের পাশেই থেকেই এসো 
করি প্রতিবাদ । 
এমন সুযোগ আর পাবেনা...
বন্ধু এটাও মুসিবত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ ।।


বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পৃথিবী একদিন

পৃথিবী একদিন  
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

পৃথিবী একদিন 
ছেড়ে তোমায় যেতে হবে, 
সেদিন আসার আগে 
ঘুম থেকে ওঠো জেগে
তুমি এই ভবে । 

কত রাজা মহারাজা 
সব গেছে চলে, 
সাথে করে নেইনি কিছু 
যায়নি কারো বলে । 
রবের ডাকে সাড়া দিয়ে 
খালি দুটি হাত নিয়ে 
তুমি কি যাবে ! 
পৃথিবী একদিন...........

যেতে তোমায় হবে যখন 
এখনো কেন বসে, 
দ্বীন কায়েমের জন্য তুমি 
জীবনটা দাও হেসে । 
শহীদ গাজীর দলে 
নামটা লেখা হলে 
জীবনটা ধন্য হবে । 
পৃথিবী একদিন..........।। 


বুধবার, ১০ জুলাই, ২০২৪

মা যে তোমার

 মা যে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দিয়োনা দিয়োনা ব্যাথা
তুমি তোমার মা'কে, 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  

মা যে তোমার আলোর দিশা, 
অনন্য এক ভালোবাসা ।
স্বপ্ন বনে আকাশ ছোঁয়ার
তোমার মুখটি দেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............

মায়ের মতো এতো আপন 
হয়েছে কি কেউ যে তেমন, 
কেমনে ভুলে থাকো তবে 
মা'কে দূরে রেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............।।


বুধবার, ৩ জুলাই, ২০২৪

আল্ হামদুলিল্লাহ

আল্ হামদুলিল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

এই ধরাতে শ্রেষ্ঠ তুমি 
করেছো আমার, 
তুমি সময় মতো জুগিয়ে 
দিয়েছো আহার।  
তাই শুকুর গুজার করি মোরা 
তোমায় বারে বার, 
তুমিই মোদের মালিক মহান 
করুণার আঁধার । 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

তুমিই মোদের জীবন মরণ 
হে রহমান, 
মোদের তরে সাজিয়ে দিলে 
ফুলেরও বাগান । 
সেই ফুলের সুস্বাদু মধু 
করেছো যে দান,  
তুমি যে মহান মাবুদ
তুমিই মহিয়ান ।  

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

দিনের আলো রাতের আঁধার 
মোদের তরে দিলে, 
জানি তোমার হুকুম জারি 
নিয়ম মতোই চলে । 
শুধু শয়তানের'ই ধোঁকায় পড়ে 
মানুষ করে ভুল, 
তাই তুমি রহিম তোমার জানি 
নেই সমতুল ।। 
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ.... ।। 


রবের বিধান

রবের বিধান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি এক হও বলে তোলো স্লোগান
মাঠে ময়দানে, 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 

এক জামাতেই আদায় সালাত 
একই কেরাত শুনে, 
তবে কেন বারুদের গন্ধ ছড়াও 
ঈমানদারের মনে । 
বলো সেই ঈমানের আছে কি দাম..
এই ঐক্যতানে । 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 
তুমি এক হও বলে...........

তুমি আলেমেদ্বীন সদা প্রতিদিন 
থাকবে পাশে মানুষের,  
তুমি বিশ্বাসী দ্বীনের পথে 
ওয়ারিস রাসূলের ।
মুক্ত হাসি মুখেই সবার 
রাখবে সদা বাঁধনে, 
সে পথ ছেড়ে চলছো তুমি 
অজ্ঞ পথে কেমনে !

মাসায়েল থেকেও শক্তিশালী 
তোমার মুখের বুলি, 
সেই নল দিয়ে করলে আবার 
তোমার ভাইয়ের গুলি । 
তুমি কেমন জ্ঞানী রবের বাণী 
মেনেও মানো না জেনে, 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 
তুমি এক হও বলে...........।। 


কচুর পাতায় পড়লে পানি

কচুর পাতায় পড়লে পানি 
তরিকুপল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কচুর পাতায় পড়লে পানি 
যেমন পানি থাকেনা, 
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  

তুমি এই ধরাতে শ্রেষ্ঠ করে 
বানিয়েছো মোদের,
তোমার দয়া ছাড়া কেমনে মোরা 
হবো জান্নাতের । 
তাই তোমার রহম থেকে মোদের..
বঞ্চিত রব করোনা ।
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  
কচুর পাতায়.................

শয়তানের ওই ধোঁকায় পড়ে
কতো ভুল করেছি, 
পদে পদে তোমার হুকুম 
লঙ্ঘন মোরা করেছি । 
তাই তোমার কাছে লাজুক মনে.. 
তুলেছি হাত দেখোনা, 
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  
কচুর পাতায়.................।।