রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

এতিম শিশু

এতিম শিশু 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এতিম শিশু আসলো ছুটে
কোথায় আমার নবীজী,  
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 

আজ শোনার মতো নাইরে মানুষ
আমার কেহ নাই, 
আমার দুঃখের দুঃখি হবেন যিনি
তিনি আছেন মদিনায়। 
ও ভাই তোমার সাথে বলবো না...
বলো কোথায় আমার নবীজী । 
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 
এতিম শিশু................

আজ অসহায় মা থাকতে মা নাই 
নবীজিকে কয়, 
ছোট্ট শিশুর এমন কথা শুনে 
নবীজির অশ্রু বয়ে যায় ।
আমি যদি হই পিতা 
আর আয়েশা যদি হয় মা 
মনের দুঃখ মিটবে নাকি 
শোনো ও বাবাজি ।
এতিম শিশু................।।

আমার নবীর চিনলো না

আমার নবীর চিনলো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার নবীর চিনলো না 
তায়েফ বাসি বুঝলোনা 
মারলো পাথর গায়, 
ফেরেস্তারা রাগান্বিত হয়ে
মোর নবীকে জিগাই । 

ও আমাদের প্রিয় নবী 
তুমি চাইলে হবে সবই 
তোমার তরে হুকুম রবের 
পাহাড়টা উল্টায় । 

তারপরে শুনুন......

দয়ার নবীর দয়া দিয়ে 
বললো শোনো ফেরেস্তা, 
পাহাড় চাপা দিয়ে ওদের
করলে তুমি শায়েস্তা ।
আমি কাদের কাছে গিয়ে বলো 
করবো এই দ্বীনটি প্রচার, 
আমি কিসের নবী তবে 
পাবেনা মানুষ সুবিচার ! 
আমার নবীর চিনলো....…............

মায়ার নবী বিশ্ব নবী 
তিনি শ্রেষ্ঠ এই ধরায়, 
তাঁর ছোঁয়া পেয়েই কতো মানুষ 
দ্বীনের সাথী হয় । 
এমন নবীর চিনলো না....
সাইবা উতবা বগিরা, 
এই নিষ্ঠুরতার পরিচয়ে 
উঠবে সেদিন তারা ।
আমার নবীর চিনলো....…............।।

শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আমাদের পাপের ফল

আমাদের পাপের ফল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ ভাষণ দেয়ার মানুষ অনেক আছে 
আমলের মানুষ খুঁজে পাওয়া দায়, 
আপন স্বার্থ ছাড়া কেউ কয় না কথা 
অন্তরে নেই আল্লাহর ভয় । 

হাজী গাজী আলেম সমাজ থেকে 
আজ পায়না মানুষ উপকার, 
লেখকের কলমেও নেই কোনো দিশা 
শুধুই বেড়ে যায় হাহাকার । 
তবুও মানুষ নেই কোনো সচেতন....
জীবন হয়ে যায় খয় ।
আজ ভাষণ দেয়ার মানুষ................

এই প্রখর দাবদাহ বলা যায় 
আমাদের পাপের ফল, 
অবাধ্যতায় যায় কেটে দিন 
ভাবিনা কেনো আসে অকাল ।
তবুও কেনো যেনো এই মানুষ....
রবের ভুলে যায় । 
আজ ভাষণ দেয়ার মানুষ................।।



শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এই দাবদাহ

এই দাবদাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া ‍(কোলকাতা)

এই দাবদাহ যদি বলা হয়
আমাদের কর্মের ফল, 
তবুও তুমি হওনা সচেতন 
বলো এ কেমন কপাল ! 
এই দাবদাহ........…

আমাদের কর্মের কারণে 
রবের পক্ষ থেকে আসে গজব, 
আযাব আসে অশ্লীলতাতে 
শোনো নয় একথা গুজব । 
এসো রবের কাছে তাই দুহাত তুলে চাই 
কবুল করো আমাদের আমল । 
এই দাবদাহ........…

অতি বৃষ্টি অনাবৃষ্টি
এই জমিনের বদ দোয়া, 
প্রকৃতির এই নিয়মটাকে 
নিয়মে না মেনে নেওয়া । 
অবাধ্য হওয়াতেই রব রাগান্বিত হয় 
এসব আমাদের বদ আমল ।
এই দাবদাহ........…।। 

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শহীদি ফুলের মালা রেখে দিও

শহীদি ফুলের মালা রেখে দিও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শহীদি ফুলের মালা রেখে দিও প্রভু তুমি
আমাদের নসিবে । 
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 

আমাদের সম্মুখে জালিমের কারাগারে 
কতো ভাই হয় যে শহীদ, 
ফাঁসির দড়িতে ওই যায় ছুটে হেসে 
দেখো দ্বীনের মুজাহিদ ।
তেমনি ঈমান দাও ওগো মাবুদ দয়াময়
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. 

শহীদি তামান্না যার মাঝে নেই 
বলেছো তুমি মুনাফিকের মৃত্যু তার, 
লোকদেখানো কাজ বৃথা হবে বলেছো 
এ আমল আছে যার যার । 
আমাদের মাবুদ তুমি করো হিফাজত 
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. ।। 



বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আত্মত্যাগের মাস

আত্মত্যাগের মাস 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কুরবানী রে কুরবানী
আত্মত‍্যগের মাস জানি ।
এই মাসেতে মনের পশু
দাও গো তুমি কুরবানী ।

ইসমাইলের কুরবানীতে 
আল্লাহ খুশি হয়,
সেই খুশিতে দেখো দেখো 
দুম্বা জবাই হয় ।
আল্লাহর ভালোবাসা পেতে
দাও গো তুমি কুরবানী ।
কুরবানী রে কুরবানী.............

এই দিনটির শিক্ষা হলো
ধনী গরিব নয়,
গরিব দুঃখির মুখে খাবার 
তুলে দিতে হয় ।
গরিব দুঃখির পাশে থাকার
নামটি হলো কুরবানী ।
কুরবানী রে কুরবানী.............।।

এসো মনের পশুটাকে" দিই কুরবানী


"এসো মনের পশুটাকে" দিই কুরবানী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো রবের পথেই 
নিজেকে করি আত্নীয় নিয়োগ, 
এই ত্যাগের মাসেই 
গোনাহের খাতা করি বিয়োগ । 
এসো রবের পথেই......... 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

পশুতে নয় মনের পশুটাকে 
এসো দিই কুরবানী,  
গ্রহণ হবে রবের কাছে 
মোদের আমল খানি । 
তারই তরে করি এই আহবান 
ছেড়ো না এমন সুযোগ । 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

তুমি তোমার তরে দেখো
রবের কতো ভালবাসা, 
মহান রব তোমাকেই
কখনো করেনি নিরাশা । 
সেই রবের কাছেই ফিরে আসার 
এই মহান সুযোগ ।
এসো রবের পথেই......... ।‌।