তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
গীবতের ধারে পাশে যেওনা
গীবত করা ভালো না,
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা ।
নবী (সাঃ) বলে তুমি তোমার
ভাইয়ের গোশত খেওনা,
গীবত করলে সেই সম হয়
তোমার আমার গোনাহ ।
সেই গোনাহ থেকে থাকতে দূরে
আদেশ করেন রাব্বানা ।
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা ।
ও ভাই পরনিন্দা চোগলখুরি
গীবতেরি অংশ,
ভালোর মাঝে থাকলে খারাপ
তবু হয়ে যায় ধ্বংস ।
সেই খারাপ থেকে থাকো দূরে
মিশে ও ভাই যেওনা ।
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে
সকল আমলনামা ।