শুক্রবার, ৩০ জুন, ২০২৩

গীবতের ধারে পাশে

গীবতের ধারে পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গীবতের ধারে পাশে যেওনা
গীবত করা ভালো না, 
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

নবী (সাঃ) বলে তুমি তোমার 
ভাইয়ের গোশত খেওনা, 
গীবত করলে সেই সম হয়
তোমার আমার গোনাহ ।
সেই গোনাহ থেকে থাকতে দূরে 
আদেশ করেন রাব্বানা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

ও ভাই পরনিন্দা চোগলখুরি 
গীবতেরি অংশ, 
ভালোর মাঝে থাকলে খারাপ 
তবু হয়ে যায় ধ্বংস । 
সেই খারাপ থেকে থাকো দূরে 
মিশে ও ভাই যেওনা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 



রবিবার, ১১ জুন, ২০২৩

এই বেকারত্ব

এই বেকারত্ব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এই বেকারত্ব.. চলবে 
আর কতো দিন..
সময় যে কাটে না 
অর্থ বিহীন.. ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে  
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 

দেখো বেকারত্বের জ্বালা 
হয় কতো কষ্টের, 
তবু খেলছো ছিনিমিনি 
তুমি নিয়ে ওদের ।
বিসর্জন দিয়েছো নীতি
রাখোনি তুমি প্রতিশ্রুতি 
গঙ্গায় ভেসে আসেনি জনগণ...।  
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 
এই বেকারত্ব....…. 

কতো শিক্ষিত ভাই বোনেদের 
হচ্ছে জীবন নষ্ট,
আজ কেবা কারা তাদের
দেখে পাই কষ্ট । 
ধনী লোক ধনী হয় 
গরীব আরো বেড়ে যায় 
আসবে কবে বলো সুদিন... ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... ।।
এই বেকারত্ব....…. 




বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

পুঁথি পাঠ..এসো ভাই ও বন্ধু স্বজন

পুঁথি পাঠ..
এসো ভাই ও বন্ধু স্বজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া ( ইন্ডিয়া ) 

এসো ভাই ও বন্ধু স্বজন
ভালো পথে হাঁটি,
মিথ্যা থেকে থাকলে দূরে
ঈমান হবে খাঁটি । 
আনলে ঈমান.....
আনলে ঈমান হবে মুসলমান
মুসলিম হবে তবে,
তুমি মুসলিম হলে নাকি
দেখো ভেবে ভেবে !
সময় আছে...... 
সময় আছে ভাবো তুমি
সৃষ্টি গুলো দেখো, 
স্রষ্টার পায়ের কাছে তুমি
তোমার মাথা রাখো ।
রাখলে মাথা......
রাখলে মাথা ধন্য তুমি 
কবুল হলে দোয়া, 
এই জীবনেরই শ্রেষ্ঠ হবে 
তোমার চাওয়া পাওয়া ।
তাইতো তুমি...... 
তাইতো তুমি অনেক দামি 
জানি সৃষ্টির সেরা, 
কেমন করে হওগো তুমি 
নষ্ট ভ্রষ্ট ছোরা । 
এমন হলে...... 
এমন হলে দিবে ফেলে 
তোমায় জাহান্নামে, 
অর্থ সম্পদ কোনো কিছুই 
আসবে না যে কামে । 
তাইতো বলি......
তাইতো বলি রবের পথে
জীবন ওভাই গড়ো, 
চলার পথে শুধুই তুমি 
তাঁকেই ভয় করো । 
করলে ভয়.......
করলে ভয় হবে জয় 
ক্ষমা পাবে মেলা, 
তাইতো তুমি সময়টাকে 
করো নাকো হেলা । 
এই দুনিয়াটা....... 
এই দুনিয়াটা নয়তো বাঁকা 
চললে ভালো পথে, 
ভালো কাজের জন্য তোমায় 
দিবে জান্নাতে ।
সেই ভালো কাজটা...... 
সেই ভালো কাজটা করো নাকো 
লোক দেখানো ভাই, 
লোক দেখানো কাজের বন্ধু
কোনো মূল্য নাই । 
মূল্য যদি........ 
মূল্য যদি পেতে চাও 
ঈমান করো পাকা, 
তবে ও ভাই পাবে তুমি 
আল্লাহ তাআলার দেখা । 
মনে তোমার....... 
মনে তোমার এই আশাটা 
লালন করো ভাই, 
ওই হাশরের দিনে যেন
নাজাত পেয়ে যাই । 
জীবন হবে....... 
জীবন হবে ফুলের মতো 
নিষ্পাপ শিশু যেমন, 
তোমার আমার পথ চলা 
হোকনা ওমরের মতন ।
যে ওমর ছিল...... 
যে ওমর ছিল ভয়ে কাতর 
আবার সাহস ছিল মেলা, 
তারই ভয়ে কাঁপত জানি 
ওই কাফের গুলা । 
তুমি ওভাই......... 
তুমি ওভাই সাহস রাখো
রবের হুকুম মেনে, 
নবীর উম্মত তবে তুমি 
দেখো জেনে শুনে । 
এসো সবাই......... 
এসো সবাই রবের কাছে
তুলি দুটি হাত, 
কবুল করো কবুল করো 
প্রভু মোদের মুনাজাত ।
আমরা গুনাহগার.............. ।।









মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মাটির খাঁচায় বেঁধে

মাটির খাঁচায় বেঁধে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাটির খাঁচায় বেঁধে তোরে 
আমি রাখি কেমন করে, 
আসলে ডাক যাবি রে তুই 
জানি সব ছেড়ে রে... 
জানি সব ছেড়ে ।

তোরই জন্য বেঁধেছি ঘর 
বসত করবি বলে, 
থাকবি রে তুই অনেক সুখে 
দুঃখ বেদনা ভুলে ।
তুই মনের আশা তছনছ করে 
গেলি উড়ে অজানা নীড়ে । 
মাটির খাঁচায়.... 

আশা আমার তোরে নিয়ে
থাকবো জীবনভর, 
এই দুনিয়ার মায়ায় তোকে 
করেছি আদর । 
ছিলি রে তুই বন্দী খাঁচায় 
তবু কেমনে গেলি উড়ে ।।
মাটির খাঁচায়.... ।।

রবিবার, ৪ জুন, ২০২৩

সুখের দিনে পাই গো পাশে

সুখের দিনে পাই গো পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সুখের দিনে পাই গো পাশে
কতো আপন স্বজন ভাই, 
বিপদ কালে তাঁরাই আবার
দূরে দূরে যায় সরে যায় । 

এই দুনিয়াটা এমন আপন 
চেনা বড়ো দায়, 
হঠাৎ যেদিন থমকে যাবে 
চিনবে যে সবাই । 
আসবে রেখে তোমায় গোরে 
আপন স্বজন একা করে 
থাকতে এ জ্ঞান বুঝার তুমি 
বুঝার চেষ্টা করো নাই । 
সুখের দিনে...

তোমার স্বার্থ ছাড়া চেনেনা 
বৌ সন্তান বোনেরা, 
রোগে রোগে কাতর তুমি 
ন্যাই না খোঁজ ভাইয়েরা । 
এরাই তোমার কাছের আপন 
সব কিছুকেই করে গোপন 
আপন আপন করে তুমি 
নষ্ট করলে সময় ।। 
সুখের দিনে.... ।।


বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

মা কতো ব্যথা চাপা দিয়ে

মা
কতো ব্যথা চাপা দিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো ব্যথা চাপা দিয়ে
রাখে আমার মা,
নিরবে যায় সয়ে যায়
হাজার যন্ত্রণা । 

সেই মাকে গালি দাওগো তুমি
কেমন করে ভাই,
তোমার মাঝে ভালোবাসা 
নাই কি মোটেই নাই ।
আঁতুর ঘরে কেঁদে ছিলে 
নিলো তোমায় কোলে তুলে 
সেই মাকে তুমি একটু চেনার 
চেষ্টা করলে না ।

বলো সেই মাকে তুমি
কেমনে রাখো বৃদ্ধাশ্রমে, 
যে মা হারালে পাবে না আর 
জন্ম জনমে ।
সেই মাকে ছাড়া কেমনে থাকো 
তাঁকেই আবার কষ্টে রাখো 
সময় থাকতে মায়ের পরশ 
নিতে পারলে না ।।