শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বুক ভরা সাহস নিয়ে

বুক ভরা সাহস নিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বুক ভরা সাহস নিয়ে 
যাও এগিয়ে 
বিজয়টা হবে তোমার ঠিক, 
যদি জীবনটা না সময়ে 
নাও রাঙ্গিয়ে 
তবে নিজেকে নিজেই জানাও ধিক্ । 

যদি খোলা আকাশের নীচে 
অবাধ্যতায় কাটে দিন 
বুঝে নেবে তুমি মোনাফিক । 
যদি মানুষের বেদনায়
মন পুড়ে হয় ছাই 
জেনে নেবে তুমিই সঠিক । 
হবে তবে তুমি ওই 
ন্যায়ের প্রতীক । 
বুক ভরা.............. 

যদি সততার গুণাবলী 
সৎ সাহস নিয়ে ওই 
না থাকে ঠোঁটে,  
যদি জালিমের মসনদ 
তোমার ওই হুংকারে 
কেঁপে না উঠে, 
কাপুরুষ তুমি তবে 
বুঝে নিও ঠিক ।
বুক ভরা.............. ।।

রাসূলের নসিহত

রাসূলের নসিহত  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শোনো মু'য়ায দিই নসিহত 
আমি তোমাকে, 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে । 

সত্য কথা বলবে সদা 
মিথ্যা কভু বলবে না, 
অঙ্গীকার করবে পূরন 
আমানাত ভুলবে না ।
আল্লাহ তাআলা ভালোবাসে 
এমন প্রিয় বান্দাকে । 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  

প্রতিবেশীর হকের কথা 
ভুলে গেলে চলবে না, 
ক্রোধ দমন করলে তোমায় 
জান্নাত হবে ঠিকানা । 
নরম ভাবে বললে কথা 
সবাই ভালোবাসবে তোমাকে । 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  

রহম দয়া করবে তুমি 
এতিমের'ই প্রতি, 
সালাম চালু করলে সদা 
বাড়বে তোমার খ্যাতি । 
চলবে সদা রবের পথে 
মানবে তোমার নেতা'কে ।
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  


বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

চোখ বুজিয়ে দেখো তুমি

চোখ বুজিয়ে দেখো তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চোখ বুজিয়ে দেখো তুমি 
সবই অন্ধকার, 
তবে কিসের বড়াই এতো 
করো অহঙ্কার.. তুমি
করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....  

দিনে দিনে হবে ক্ষতি, 
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার.. তুমি
সেই কথা কি ভেবেছো একবার । 
হঠাৎ করে ঘটে যাবে 
অসহায় সেদিন হবে, 
ভেবে দেখো শতবার.. তুমি
ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....

কবর বাগের রাখলে খবর 
সহজ হবে তবেই হাশর 
আরশের নিচে ছায়া পাবে 
ভেবেছো একবার.. তুমি
 ভেবেছো কি একবার । 
সেই ছায়াটা রবের দয়া 
তোমার আমার প্রতি মায়া 
কবর বাগে যাওয়ার আগে 
ভাবো আরেক বার.. তুমি 
ভাবো আরেক বার ।। 

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এলো এলো দেখো ওই

এলো এলো দেখো ওই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এলো এলো দেখো ওই
মাহে রমজান,
মুমিনের দ্বারে নিয়ে 
শত আহবান । 

পাহাড় সম পাপকে তুমি 
চূর্ণ করো অনুতাপে,  
কদর রাতে রবের দ্বারে
নিজেকে দাও শোপে । 
এই আহবান নিয়ে এলো 
মাহে রমজান ।
এলো এলো দেখো………… 

হাজার রাতের সম এরাত 
লেখা আছে কুরআনে, 
যাকাত ফিতরা সাদকা দিয়ে 
কাটুক এইমাস দানেদানে । 
এই আহবান নিয়ে এলো 
মাহে রমজান ।
এলো এলো দেখো………… ।।

পাপ মোচনের সময় এলো


পাপ মোচনের সময় এলো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মমিন বলে দাবি করো 
সুদ ছাড়তে পারোনা, 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা । 

হারাম দিয়ে গড়লে জীবন 
বাড়বে শুধুই বেদনা, 
সেই বেদনা সইতে তুমি 
কখনোই ভাই পারেনা । 
তাই তিলে তিলে সময়টাকে 
নষ্ট হতে দিওনা । 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা ।  

পাপ মোচনের সময় এলো 
হারাম পথে থেকোনা, 
রবের দেওয়া সুযোগটাকে 
অবহেলায় দেখোনা । 
তাই রবের পথে জীবনটাকে 
গড়তে ওভাই ভুলোনা । 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা ।