শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বুক ভরা সাহস নিয়ে

বুক ভরা সাহস নিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বুক ভরা সাহস নিয়ে 
যাও এগিয়ে 
বিজয়টা হবে তোমার ঠিক, 
যদি জীবনটা না সময়ে 
নাও রাঙ্গিয়ে 
তবে নিজেকে নিজেই জানাও ধিক্ । 

যদি খোলা আকাশের নীচে 
অবাধ্যতায় কাটে দিন 
বুঝে নেবে তুমি মোনাফিক । 
যদি মানুষের বেদনায়
মন পুড়ে হয় ছাই 
জেনে নেবে তুমিই সঠিক । 
হবে তবে তুমি ওই 
ন্যায়ের প্রতীক । 
বুক ভরা.............. 

যদি সততার গুণাবলী 
সৎ সাহস নিয়ে ওই 
না থাকে ঠোঁটে,  
যদি জালিমের মসনদ 
তোমার ওই হুংকারে 
কেঁপে না উঠে, 
কাপুরুষ তুমি তবে 
বুঝে নিও ঠিক ।
বুক ভরা.............. ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন