মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

হাসবি রাব্বি জাল্লাল্লাহ

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
মা'ফি কাল'বি গাইরুল্লাহ 
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ  
লা ইলাহা ইল্লাল্লাহ । 
হে আল্লাহ তুমি ক্ষমা করো 
আমাদের প্রতি রহম করো 
তুমি ছাড়া কেবা আছে 
আমাদের মনের ভাষা বোঝার । 
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…… 

তুমি মোদের পালনকর্তা 
তুমিই মোদের রিজিক দাতা 
তুমি ছাড়া নেই আমাদের 
অন্যের কাছে চাওয়া পাওয়া । 
তাই ওগো রব ক্ষমা করো 
মোদের প্রতি দয়া করো 
তোমার দয়া ছাড়া মোরা  
মোদের সবই হবে আঁধার ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ……  

তোমার প্রিয় বান্দা হতে 
তুলেছি দুটি হাত মোনাজাতে, 
ফিরিয়ে দিও না ওগো দয়াময় 
তুমি এই নিশি রাতে ।
তোমার ওই হুকুমে সিজেদাতে রই 
জাহান্নামের আগুনের মোরা করি ভয় 
তব দ্বারে বারেবারে একই কথা চাই 
মাফ করে দাও হে পরওয়ার।  
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…………।। 


রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

আলিফুন'বা পাঠ 4

আলিফুন'বা পাঠ 4
তরিকুল ইসলাম খালাসী

আলিফুন'বা......... 

মহান রবের পক্ষ থেকে 
পেয়েছি মোরা আরবী ভাষা, 
এক একটি হরফে ১০টি নেকি 
এটাই রবের ভালোবাসা । 
সেই ভালোবাসা পেয়ে মোরা 
পেয়েছি নতুন দিশা । 
আলিফুন'বা.........

সেই আরবী ভাষায় আল্-কুরআন 
মোদেরকে তিনি করলেন দান, 
পড়লে সদা পাবো মোরা 
জীবনের সব সমাধান । 
সেই সমাধানে তোমার আমার 
যাবে বেড়ে সম্মান । 
আলিফুন'বা......... ।। 

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আল্লাহর পথে করলে ব্যয়

আল্লাহর পথে করলে ব্যয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহর পথে করলে ব্যয়
আছে পুরস্কার, 
সেই পুরস্কার হবে তোমার 
অতি মজাদার । 

কুরআন পাকে লেখা আছে
তারই প্রমাণ, 
তিনিই যাকে ভালোবাসে তাকে 
সম্মান করে দান । 
স্বচ্ছ মনে হুকুম মেনে..
দাও এতিমের খাবার ।  
তবেই তোমার খাবার হবে 
অতি মজাদার । 
আল্লাহর পথে………  

হোকনা সেই অর্থ তোমার 
অতি নগণ্য, 
রবের কাছে তবুও হবে 
সেটাই প্রাধান্য । 
সেই আশাতেই হৃদয় থেকে.. 
দাও যারা হকদার ।
তবেই তোমার খাবার হবে 
অতি মজাদার । 
আল্লাহর পথে………  ।। 


বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

আগুনের জুতা পরে চলেছো তুমি

আগুনের জুতা পরে চলেছো তুমি 
বহুদূর বহুদূর, 
এখনো সময় আছে ফিরে আসার 
রবের এ ডাক সুমধুর । 

আছো তুমি দাঁড়িয়ে 
জাহান্নামের কিনারে, 
তোমাকেই ডেকে যায় 
মুয়াজ্জিন ওই মিনারে ।
সে ডাক আসেনা কানে মদ্যপানে 
আছো তুমি বিভোর । 
আগুনের জুতা পরে………… 

অশ্লীলতার সাথে কেটেছে সময় !
অন্তর পোড়ে যদি অনুতাপে, 
এসো ফিরে তবে রবের পথে  
এই জীবনটা দাও শোপে । 

সেই দিনের কথা 
শরণ করে, 
রবের পথটি নাও 
গ্রহণ করে । 
পাপ মনে করে চাও তারই দ্বারে 
তিনি রাখেন খবর ।
আগুনের জুতা পরে………… ।।


মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রোজার শেষে

রোজার শেষে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রোজার শেষে রোজাদারের
জন্য এলো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 

ধনী গরীব সবার তরে
ঈদ আনন্দ হোক সমান, 
নেই ঘরে যার খাবার কিছু 
তাদের করো অন্ন দান । 
এই আনন্দ দিতেই এলো.. 
আজকে দেখো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………

সবার মনে এই আনন্দ 
থাকুক ও ভাই সব দিনে, 
সুখে থাকার স্বপ্ন গুলো 
ভাগ করে নাও সব জনে ।
দুঃখের সাথী হওয়ার তরে.. 
এলো আজ খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………।।