বহুদূর বহুদূর,
এখনো সময় আছে ফিরে আসার
রবের এ ডাক সুমধুর ।
আছো তুমি দাঁড়িয়ে
জাহান্নামের কিনারে,
তোমাকেই ডেকে যায়
মুয়াজ্জিন ওই মিনারে ।
সে ডাক আসেনা কানে মদ্যপানে
আছো তুমি বিভোর ।
আগুনের জুতা পরে…………
অশ্লীলতার সাথে কেটেছে সময় !
অন্তর পোড়ে যদি অনুতাপে,
এসো ফিরে তবে রবের পথে
এই জীবনটা দাও শোপে ।
সেই দিনের কথা
শরণ করে,
রবের পথটি নাও
গ্রহণ করে ।
পাপ মনে করে চাও তারই দ্বারে
তিনি রাখেন খবর ।
আগুনের জুতা পরে………… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন