আল্লাহর পথে করলে ব্যয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আল্লাহর পথে করলে ব্যয়
আছে পুরস্কার,
সেই পুরস্কার হবে তোমার
অতি মজাদার ।
কুরআন পাকে লেখা আছে
তারই প্রমাণ,
তিনিই যাকে ভালোবাসে তাকে
সম্মান করে দান ।
স্বচ্ছ মনে হুকুম মেনে..
দাও এতিমের খাবার ।
তবেই তোমার খাবার হবে
অতি মজাদার ।
আল্লাহর পথে………
হোকনা সেই অর্থ তোমার
অতি নগণ্য,
রবের কাছে তবুও হবে
সেটাই প্রাধান্য ।
সেই আশাতেই হৃদয় থেকে..
দাও যারা হকদার ।
তবেই তোমার খাবার হবে
অতি মজাদার ।
আল্লাহর পথে……… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন