মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

হাসবি রাব্বি জাল্লাল্লাহ

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
মা'ফি কাল'বি গাইরুল্লাহ 
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ  
লা ইলাহা ইল্লাল্লাহ । 
হে আল্লাহ তুমি ক্ষমা করো 
আমাদের প্রতি রহম করো 
তুমি ছাড়া কেবা আছে 
আমাদের মনের ভাষা বোঝার । 
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…… 

তুমি মোদের পালনকর্তা 
তুমিই মোদের রিজিক দাতা 
তুমি ছাড়া নেই আমাদের 
অন্যের কাছে চাওয়া পাওয়া । 
তাই ওগো রব ক্ষমা করো 
মোদের প্রতি দয়া করো 
তোমার দয়া ছাড়া মোরা  
মোদের সবই হবে আঁধার ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ……  

তোমার প্রিয় বান্দা হতে 
তুলেছি দুটি হাত মোনাজাতে, 
ফিরিয়ে দিও না ওগো দয়াময় 
তুমি এই নিশি রাতে ।
তোমার ওই হুকুমে সিজেদাতে রই 
জাহান্নামের আগুনের মোরা করি ভয় 
তব দ্বারে বারেবারে একই কথা চাই 
মাফ করে দাও হে পরওয়ার।  
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…………।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন