রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

আলিফুন'বা পাঠ 4

আলিফুন'বা পাঠ 4
তরিকুল ইসলাম খালাসী

আলিফুন'বা......... 

মহান রবের পক্ষ থেকে 
পেয়েছি মোরা আরবী ভাষা, 
এক একটি হরফে ১০টি নেকি 
এটাই রবের ভালোবাসা । 
সেই ভালোবাসা পেয়ে মোরা 
পেয়েছি নতুন দিশা । 
আলিফুন'বা.........

সেই আরবী ভাষায় আল্-কুরআন 
মোদেরকে তিনি করলেন দান, 
পড়লে সদা পাবো মোরা 
জীবনের সব সমাধান । 
সেই সমাধানে তোমার আমার 
যাবে বেড়ে সম্মান । 
আলিফুন'বা......... ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন