মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রোজার শেষে

রোজার শেষে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রোজার শেষে রোজাদারের
জন্য এলো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 

ধনী গরীব সবার তরে
ঈদ আনন্দ হোক সমান, 
নেই ঘরে যার খাবার কিছু 
তাদের করো অন্ন দান । 
এই আনন্দ দিতেই এলো.. 
আজকে দেখো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………

সবার মনে এই আনন্দ 
থাকুক ও ভাই সব দিনে, 
সুখে থাকার স্বপ্ন গুলো 
ভাগ করে নাও সব জনে ।
দুঃখের সাথী হওয়ার তরে.. 
এলো আজ খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………।।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন