বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নেকীর খাতা পূর্ণ করো

নেকীর খাতা পূর্ণ করো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের ওই পক্ষ থেকে
নিওনা গজব ডেকে
ঠিকানা হবে ওই জাহান্নাম ।
এই দুনিয়ায় আমল করো 
নেকির খাতা পূর্ণ করো 
দিকেদিকে দাও ছড়িয়ে সুনাম । 
রবের ওই পক্ষ থেকে.................

ওই সৈরাচারী রাজা গুলোর 
সত্যি কেউ ভলে না, 
একেএকে ধ্বংস তারা হয়েছে ।
কতো পথিক পথহারা 
হয়েছে দিশাহারা  
কূল কিনারা সব হারিয়েছে । 
তাই ওদের থেকে থেকো দূরে 
মুক্তি পাবে কাল হাশরে 
আমলনামা সঙ্গে নিতে ভুলোনা একদম ।
রবের ওই পক্ষ থেকে.................

তুমি রবের আদেশ ছিন্ন করে 
জীবন নিয়ে থাকো পড়ে 
ছিলে কোথায় ভেবে দেখোনা, 
তোমার তরে সব নিয়ামত 
রবের সৃষ্টি এই জগৎ 
তবু ভুলে গেছো আপন ঠিকানা । 
ক্ষমা করো আমায় হে রব 
গোনহার বোঝা আছে যে সব 
দাও ঝরিয়ে আমার প্রতি করো যে রহম । 
রবের ওই পক্ষ থেকে.................।।

https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX

শনিবার, ১৮ মে, ২০২৪

ওগো মা আমি

ওগো মা আমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওগো মা আমি...
তোমারই কোলে এসেছি, 
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 

এই ধরনীতে রবের দেওয়া 
তুমি এক নিয়ামত, 
মোদের তরে তোমারই পদতলে 
রয়েছে জানি জান্নাত । 
সেই জান্নাত পেতে আমি...
তোমার দ্বারে এসেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. 

নিঃশ্বার্থ ভাবে ভালোবেসেছো 
মা তুমি আমাকে, 
আমার তরে করেছো শেষ 
তুমিই নিজে কে । 
তাই তোমার তরে রবের কাছে... 
এই দুহাত পেতেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. ।।

শনিবার, ১১ মে, ২০২৪

ওই দুর্গম পথে

ওই দুর্গম পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্, 
যে পথে চলেছেন মোর নবী হজরত
সেই পথেই চল্ । 
চল্ চল্ - চল্................

আজ এসেছে সেই দিনের মেলা 
দূর গতিতে চলছে কাফেলা 
ঝান্ডা হাতে নিয়ে তাই 
পথ এগিয়ে চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

হযরতে হামজা বিলাল ওমর 
খাব্বাব আলী আবু বকর 
ওসমান গনি বড়ই জ্ঞানী 
তাদের পথেই চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

থাকতে সময় এগিয়ে চল্ 
সামনে এসেছে দুশমনের দল 
জীবন থাকিতে দেব এ জীবন 
পাবই একদিন ফল । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................।।

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আমার রব তুমি

আমার রব তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার রব তুমি
বিশ্ব মালিক, 
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 

তোমারই ধরনী 
সেজেছে সুন্দর, 
সৃষ্টি অপরুপ 
আহা কি মনোহর ।
তোমারই সিজদায় 
লুটিয়ে সব দিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব ............. 

তোমারই হুকুমে 
আসমান ও জমিন, 
রামধনু সাত 
রঙে রঙিন । 
তোমার এই দয়া 
পাই যে অধিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব .............।।

শুক্রবার, ৩ মে, ২০২৪

ওরে বোকা হওয়া

ওরে বোকা হওয়া 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে বোকা হওয়া 
এতো সহজ নয়, 
বোকা হতে জানি একটা
সরল মন চায় ।
পিছনে তাকালেই 
চালাকে'রা ঠকাই, 
সেখানে ঠকার 
কোনো ভয় নাই । 

পথে ঘাটে চলতে মানুষ 
কতোই না যাই ঠকে, 
বোকা হলে কয় না কটু 
উল্টো করে তাকে । 
আমি তাই এই ধরাতে 
বোকা থাকতে চাই। 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... 

কাকে কতো যায় ঠকানো 
হয় প্রতিযোগিতা, 
টাকা দিয়ে যায় না কেনা 
কখনোই ভদ্রতা । 
তবু কেন মানুষ গুলো 
মানুষেরই ঠকাই । 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... ।।