বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বীন কায়েমের পথে

দ্বীন কায়েমের পথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার চেষ্টা যদি হয়
দ্বীন কায়েমের পথে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 

বিজয় হওয়া না হওয়া তো 
তোমার আমার হাত নয়, 
দুহাত তুলে বারে বারে 
রবের কাছে চাইতে হয় । 
সেই চাওয়াটা নাও গো চেয়ে... 
উঠে ওভাই নিশিরাতে,
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. 

তোমার জীবনটাকে নাও সাজিয়ে 
ওমর আলীর মতো করে, 
বিপদ এলে ধরলে সবর 
শান্তি পাবে ঘরে ঘরে ।
সেই শক্তির পথে শান্ত ভাবে... 
যদি জীবন পারো সঁপে'দিতে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. ।।

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

কতো সুন্দর করে সৃষ্টি করেছো

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু তুমি আমাকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
আকাশ বাতাস ওই সাগর, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
বৃক্ষ তরুলতা কাঁকর পাথর । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু বহমান নদীকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
হাজারো নিয়ামত,  
বান্দার তরে তাই দিয়েছো তুমি 
পাঁচ ওয়াক্ত সালাত । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু রাত কে ।
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........।। 

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

অশ্লীলতা

অশ্লীলতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অশ্লীলতা বেহায়াপনা 
দেখো ঘিরে চতুর্দিক, 
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 

সৃষ্টির সেরা মানুষ তুমি, 
রবের কাছে অতি দামী ।
তবু মানুষ তুমি কেমন করে 
স্রষ্টাকে দেও ধিক্ !  
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 
অশ্লীলতা............

শূন্য হাতে যেতে হবে, 
কে'বা আছে এই ভবে ! 
তুমি যাওয়ার আগে রবের কাছে 
নাও না চেয়ে ভিখ্ ।
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 
অশ্লীলতা............।। 






তুমি নিশিরাতে জেগে উঠে

তুমি নিশিরাতে জেগে উঠে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি নিশিরাতে জেগে উঠে
করলে কোরআন তেলাওয়াত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 

প্রিয় নবীর তেলাওয়াতে 
মুগ্ধ হতো কাফের গণ, 
অবুঝ মানুষ বুঝ পেয়ে সে 
আন্ত দ্বীনের প্রতি ঈমান । 
কুরআন সিনাই রেখো ও ভাই...
পেতে তুমি নাজাত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ 

কুরআন বুঝে এই জীবনে 
নাওরে মুসলমান, 
রবের কাছে বেড়ে যাবে 
তোমারো সম্মান । 
তার নিয়ামত যেওনা ভুলে.... 
তুমিই শ্রেষ্ঠ মাখলুকাত ।
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ ।।




সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আজরাইল এসে গেলে

আজরাইল এসে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি সঙ্গে নেবে 
এখনো দেখো ভবে, 
রবের নিকট কেমন করে
খালি হাত নিয়ে যাবে !!

আজরাইল এসে গেলে.....ওওওও 
সব কিছুই যাবে ভুলে, 
সেদিন তোমার দুঃখের দুঃখী 
বলো হবে কয়জনা ?? 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........

জীবনে ছলচাতুরি.....ওওওও 
করেছো বাহাদুরি, 
আমলনামার কথা টুকু
ভেবে দেখলে না ! 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........।।