শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ওগো রব

ওগো রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো রব আমাকে বানিয়েছো তুমি
পশু পাখিদের থেকেও শ্রেষ্ঠ করে, 
ওগো রব আমাকে বানিয়েছো তুমি 
তুমি তোমার মতো করে।

জ্ঞান দিলে মান দিলে
দিলে তুমি মর্যাদা, 
মন দিলে ধন দিলে 
দিলে সবই সর্বদা । 
তবুও তোমার করিনা স্মরণ 
অবাধ্য হই সর্বোত্তরে । 

সাথী দিলে স্বাস্থ্য দিলে 
দিলে তুমি সরল পথ, 
শক্তি দিলে সাহস দিলে 
পেতে মোদের নাজাত ।
তবুও তোমার করিনা শুকুর 
পড়েছে মরিচিকা অন্তরে ।।


বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাসুলের ভালোবাসা

রাসুলের ভালোবাসা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রাসুলের ভালোবাসা পেতে যদি চাও
কুরআনের পথেই জীবন গড়ো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।  

ভালোবেসে ছিলো বিলাল পাহাড় সমান 
বুকে চাপা পাথর নিয়ে, 
চাচা হামজার কলিজাটা ছিঁড়ে খায় 
ভালোবাসার বিনিময়ে । 
তেমনি ভালোবাসা পেতে যদি চাও 
ঈমানকে তুমি শক্ত করো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।  

ভালোবেসে ছিলো ওই বদরের সঙ্গীরা
জীবন দিলো নির্দিধায়, 
দুঃখ কষ্ট ভুলছে তারা 
প্রিয় রাসুলের ভালোবাসায় ।
তেমনি ভালোবাসা পেতে যদি চাও 
মনের ময়লা দুর করো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।।


 

মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মানবতা কাঁদে

মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো মা আছে সুয়ে 
পথের ধারে, 
কতো বাবার জীবন কাটে 
অনাহারে। 
কতো শিশু পথে পথে লোকের দ্বারে, 
দুমুঠো খাবার তরে ভিক্ষা করে । 

কতো ভাই মিথ্যা কেসে 
বন্দী ঘরে,
কতো বোনের ইজ্জত ওরা
নষ্ট করে । 
কতো জীবন অবহেলায় যায় যে ঝোরে, 
ধুঁকে ধুঁকে মানবতা কেঁদে মরে । 

কতো রক্ত দিলে পরে 
শান্তি ফেরে, 
কতো মুক্তি মুক্তি পাবে
নির্বিচারে । 
কতো জালিম হিদায়াত নিয়ে আসবে ঘরে, 
বুক ভরা সাহস নিয়ে ওমরের মতো করে ।।

এই পৃথিবীর সব সৃষ্টি

এই পৃথিবীর সব সৃষ্টি
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

এই পৃথিবীর সব সৃষ্টি 
তারই দান,  
তিনি তোমায় বাঁচিয়ে
দিয়েছেন সম্মান । 

এই সুন্দর দেহ দিয়ে
দিয়েছেন সাজিয়ে, 
রহম ধারায় বৃষ্টি দিয়ে 
দিলেন তিনি ভিজিয়ে ।
মোদের প্রতি তারই দয়া 
আছে অফুরান । 
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

ফুল ফলে মিশিয়ে 
সুগন্ধ ছিটিয়ে, 
নানান রঙে রাঙিয়ে 
এই জমিন বিছিয়ে । 
সব নিয়ামত তারি তো দান
তিনি যে মহান ।
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

মুহাম্মদ রাসুল

মুহাম্মদ রাসুল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

রহমের বৃষ্টি ভেজা ফুল 
যার নেই সমতুল,
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

সেই রাসুলের আগমনে,
আনন্দিত হয় হরিণে ।
মেঘমালারা ছায়া দিতে 
করেনি যে ভুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

ওই রাসুলের ভালোবেসে,  
কতো জীবন দিলো হেসে ।
ওই আকাশের ফেরেস্তারা 
আনন্দে মাশগুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

https://youtu.be/3SPRVgvMVGM?si=KmikmOVsZFFGPccT