বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

গান:- ঈদ তুমি

          ঈদ তুমি
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
      মধ‍্যবেনা,বাদুড়িয়া

ঈদ তুমি জড়িয়ে ধরো
     রক্ত মাখা মানুষটারে
         ঈদ তুমি আনন্দ দাও
           দুঃখিনী মায়ের অন্তরে ।

             ভালোবাসা কাছে আসা
          ঈদ তুমি শিখিয়ে দাও
     জীবনের যে মূল‍্য আছে
সকলেরই বুঝিয়ে দাও ।

ঈদ তুমি একা নও
         সকল মানবের
         ঈদ তুমি ধ্বংস করো
                          এই জালিমের ।

                ঈদ তুমি ভালোবাসো
          বঞ্চিত ভায়েদের
     ঈদ তুমি পাহারা দাও
মানব জীবনের ।।
                 সমাপ্ত 

কবিতা:- তুমি থাকতে

                  তুমি থাকতে
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

যারা মানুষের রক্ত নিয়ে খেলে হোলি
যখন তখন যার তার দেয় বলি
এদের জন‍্য নয় এই দেশের মাটি
আজ এদের হাতেই কেন শাসন কাটি?

তুমি শান্তি প্রিয়... রক্ত দাও
তোমার রক্তে ওরা খেলবে হোলি
তুমি এটাও জানো এবং মানো
ভরা বুক ওরা করবে খালি ।

তুমি মানুষ তারাও মানুষ
শুধু পার্থক‍্য মানুসিকতার
তুমি মানুষ মানুষের কল‍্যাণে
ওরা রূপ নেয় হায়নার ।

তুমি স্বার্থ‍পর ছাড়া মানুষ হতে পারো
দেশের জন্য জীবনটাও দিতে পারো
জীবনের মায়া কাঁন্নায় কাঁনতে নাহি জানো
তুমি থাকতে ওদের হাতে দেশটি কেন?

                      সমাপ্ত

গান:- মানুষ রূপে হায়না

        মানুষ রূপের হায়না
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
       মধ‍্যবেনা,বাদুড়িয়া
গান....
দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার
ওরা মানুষ সেজে মানুষের রক্ত চোষে ।   2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ !

দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার

ওরা মানুষ রূপের হায়না          /
মানুষের রক্ত ছাড়া বাঁচে না । /    2বার
ধর্ম নিয়ে খেলে ধর্ম খেলা,        2বার
মানুষ মারা ছাড়া বোঝেনা ।
ওরাই আবার নবেল জয়ী,      2বার
এইতো দুনিয়ার কান্ডখানা ।

দু-পায়ে জন্তু...... ।   2বার

ওরা মানুষ মেরে কুকুরের খাওয়ায়   /
মানুষের জীবনের দাম নাহি দেয় । / 2বার
ওরা মানুষের থেকেই জন্ম নিয়ে, 2বার
পশুদের মতো দেয় পরিচয় ।
ওরাই আবার মানব দরদী,     2বার
হায়রে হায় এ কি জামানা ।

দু-পায়ে জন্তু.......2বার
ওরা মানুষ সেঁজে.........    2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ ।
দু-পায়ে জন্তু.... ।। 2বার
              সমাপ্ত


































গান:- আমরা রোহিঙ্গা

আমরা রোহিঙ্গা আমরা আরাকান
     তরিকুল ইসলাম খালাসী 
           মধ‍্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...
কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।

কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
        সমাপ্ত

কবিতা:- মানুষ তুমি

   
                   মানুষ তুমি
          মোঃ তরিকুল ইসলাম খালাসী 
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ তুমি
সাদা কালোর বিচার করো ।
বলো তো তোমায়
এই ক্ষমতা কে দিলো ?

মানুষ তুমি পর-কে কাছে টানে
আপনকে দূরে ঠেলো ।
বলো তো এমন আচারণ
তোমায় কে শেখালো ?

মানুষ তুমি ভালো কে দূরে ফেলে
খারাপটারে গ্রহণ করো ।
তুমি আমায় বলবে
এমনটা কেন করো ?

মানুষ
তুমি না শ্রেষ্ঠ জীব ?
সে কথাও ভুলে গিয়ে
নিভিয়ে দিতে চাও প্রদীপ ?

মানুষ তোমার আচারণে
পশুরাও লজ্জা পায়
এই অপমান আর কতো দিন
সইবে ভাই ?

মানুষ এসো মোরা সকলেই
বিবেকের দরজা খুলি ।
হানাহানি মারামারি আর
হিংসা কে ভুলি ।।

              সামাপ্ত
26/07/2017
সময়:-07:17am
লেখা:-বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

গান:- কঠিণ বাঁধা

                   কঠিণ বাঁধা
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া
২৭/০৮/২০১৭
সত‍্য কথা বলবো মোরা
সত‍্যের পথে চলবো ।
এই পথে বাঁধা দিলে কেউ
মোরা রুখে দাঁড়াবো ।

ভয় করিনা আল্লাহ ছাড়া
আল্লাহু আকবর বলবো ।
সৎ নেতার নেতৃত্ত মেনে
এই সমাজে কাজ করবো ।

শপথ মোদের অন‍্য কিছু নয়
জালিমের বিরুদ্ধে লড়বো ।
হিংসা বিভেদ মার কাটাকাটি
সব কিছু কেই ভুলবো ।

আকাশ ভেঙে পড়লেও বাজ
তবু এই পথ নাহি ছাড়বো ।
সত‍্য আর মিথ‍্যাকে মোরা
সব সময় বাঁছাই করে চলবো ।

মানুষ সবাই রক্তের ভাই
আমরা পরকেও আপন করবো ।
বিপদ আপদ মুসিবতের সময়
মানুষের পাশেই থাকবো ।

এই শপথ মোদের এই অঙ্গীকার
কবুল করো প্রভূ
কঠিণ বাঁধা অতিক্রম করে যেন
হাসিতে পারি তবু ।।

                  সমাপ্ত

গান:- কুরবানী

                    কুরবানী
       তরিকুল ইসলাম খালাসী
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

কুরবানী রে কুরবানী
আত্মত‍্যগের মাস জানি ।
এই মাসেতে মনের পশু
দাও গো তুমি কুরবানী ।

ইসমাইলের কুরবানীতে আল্লাহ খুশি হয়
সেই খুশিতে দেখো দেখো দুম্বা জবাই হয় ।
আল্লাহর ভালোবাসা পেতে
দাও গো তুমি কুরবানী ।

এই দিনটি শিক্ষা দিলো ধনী গরিব নয় !
গরিব দুঃখির মুখে খাবার তুলে দিতে হয় ।
গরিব দুঃখির পাশে থাকা
তারই নাম কুরবানী ।।

                      সমাপ্ত
৮/৯/২০১৭
লেখা:- বাড়িতেই বসে