ঈদ তুমি
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
ঈদ তুমি জড়িয়ে ধরো
রক্ত মাখা মানুষটারে
ঈদ তুমি আনন্দ দাও
দুঃখিনী মায়ের অন্তরে ।
ভালোবাসা কাছে আসা
ঈদ তুমি শিখিয়ে দাও
জীবনের যে মূল্য আছে
সকলেরই বুঝিয়ে দাও ।
ঈদ তুমি একা নও
সকল মানবের
ঈদ তুমি ধ্বংস করো
এই জালিমের ।
ঈদ তুমি ভালোবাসো
বঞ্চিত ভায়েদের
ঈদ তুমি পাহারা দাও
মানব জীবনের ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
ঈদ তুমি জড়িয়ে ধরো
রক্ত মাখা মানুষটারে
ঈদ তুমি আনন্দ দাও
দুঃখিনী মায়ের অন্তরে ।
ভালোবাসা কাছে আসা
ঈদ তুমি শিখিয়ে দাও
জীবনের যে মূল্য আছে
সকলেরই বুঝিয়ে দাও ।
ঈদ তুমি একা নও
সকল মানবের
ঈদ তুমি ধ্বংস করো
এই জালিমের ।
ঈদ তুমি ভালোবাসো
বঞ্চিত ভায়েদের
ঈদ তুমি পাহারা দাও
মানব জীবনের ।।
সমাপ্ত