বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

কবিতা:- তুমি থাকতে

                  তুমি থাকতে
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

যারা মানুষের রক্ত নিয়ে খেলে হোলি
যখন তখন যার তার দেয় বলি
এদের জন‍্য নয় এই দেশের মাটি
আজ এদের হাতেই কেন শাসন কাটি?

তুমি শান্তি প্রিয়... রক্ত দাও
তোমার রক্তে ওরা খেলবে হোলি
তুমি এটাও জানো এবং মানো
ভরা বুক ওরা করবে খালি ।

তুমি মানুষ তারাও মানুষ
শুধু পার্থক‍্য মানুসিকতার
তুমি মানুষ মানুষের কল‍্যাণে
ওরা রূপ নেয় হায়নার ।

তুমি স্বার্থ‍পর ছাড়া মানুষ হতে পারো
দেশের জন্য জীবনটাও দিতে পারো
জীবনের মায়া কাঁন্নায় কাঁনতে নাহি জানো
তুমি থাকতে ওদের হাতে দেশটি কেন?

                      সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন