বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

গান:- মানুষ রূপে হায়না

        মানুষ রূপের হায়না
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
       মধ‍্যবেনা,বাদুড়িয়া
গান....
দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার
ওরা মানুষ সেজে মানুষের রক্ত চোষে ।   2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ !

দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার

ওরা মানুষ রূপের হায়না          /
মানুষের রক্ত ছাড়া বাঁচে না । /    2বার
ধর্ম নিয়ে খেলে ধর্ম খেলা,        2বার
মানুষ মারা ছাড়া বোঝেনা ।
ওরাই আবার নবেল জয়ী,      2বার
এইতো দুনিয়ার কান্ডখানা ।

দু-পায়ে জন্তু...... ।   2বার

ওরা মানুষ মেরে কুকুরের খাওয়ায়   /
মানুষের জীবনের দাম নাহি দেয় । / 2বার
ওরা মানুষের থেকেই জন্ম নিয়ে, 2বার
পশুদের মতো দেয় পরিচয় ।
ওরাই আবার মানব দরদী,     2বার
হায়রে হায় এ কি জামানা ।

দু-পায়ে জন্তু.......2বার
ওরা মানুষ সেঁজে.........    2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ ।
দু-পায়ে জন্তু.... ।। 2বার
              সমাপ্ত


































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন