আমরা রোহিঙ্গা আমরা আরাকান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...
কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
সমাপ্ত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...
কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন