বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

গান:- কুরবানী

                    কুরবানী
       তরিকুল ইসলাম খালাসী
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

কুরবানী রে কুরবানী
আত্মত‍্যগের মাস জানি ।
এই মাসেতে মনের পশু
দাও গো তুমি কুরবানী ।

ইসমাইলের কুরবানীতে আল্লাহ খুশি হয়
সেই খুশিতে দেখো দেখো দুম্বা জবাই হয় ।
আল্লাহর ভালোবাসা পেতে
দাও গো তুমি কুরবানী ।

এই দিনটি শিক্ষা দিলো ধনী গরিব নয় !
গরিব দুঃখির মুখে খাবার তুলে দিতে হয় ।
গরিব দুঃখির পাশে থাকা
তারই নাম কুরবানী ।।

                      সমাপ্ত
৮/৯/২০১৭
লেখা:- বাড়িতেই বসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন