বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

গান:- কঠিণ বাঁধা

                   কঠিণ বাঁধা
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া
২৭/০৮/২০১৭
সত‍্য কথা বলবো মোরা
সত‍্যের পথে চলবো ।
এই পথে বাঁধা দিলে কেউ
মোরা রুখে দাঁড়াবো ।

ভয় করিনা আল্লাহ ছাড়া
আল্লাহু আকবর বলবো ।
সৎ নেতার নেতৃত্ত মেনে
এই সমাজে কাজ করবো ।

শপথ মোদের অন‍্য কিছু নয়
জালিমের বিরুদ্ধে লড়বো ।
হিংসা বিভেদ মার কাটাকাটি
সব কিছু কেই ভুলবো ।

আকাশ ভেঙে পড়লেও বাজ
তবু এই পথ নাহি ছাড়বো ।
সত‍্য আর মিথ‍্যাকে মোরা
সব সময় বাঁছাই করে চলবো ।

মানুষ সবাই রক্তের ভাই
আমরা পরকেও আপন করবো ।
বিপদ আপদ মুসিবতের সময়
মানুষের পাশেই থাকবো ।

এই শপথ মোদের এই অঙ্গীকার
কবুল করো প্রভূ
কঠিণ বাঁধা অতিক্রম করে যেন
হাসিতে পারি তবু ।।

                  সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন