তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
ওই চাঁদ উঠেছে দেখো মমিন
এসেছে খুশির দিন,
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।
সিয়াম তোমায় শেখায় ওভাই
দিতে ওদের খাবার,
আল্লাহ তাআলা দিলেন তাই
এই সেরা উপহার ।
মিষ্টি মিঠাই নতুন জামা
ওদের বুঝে দিন ।
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।
ওই চাঁদ উঠেছে …………
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ..
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ..
ওদের ভালোবাসলে তুমি
রব খুশি হয়,
রায়হান আছে তোমার তরে
শুধু যাওয়ার অপেক্ষায় ।
সেই খুশি নিয়ে এলো দ্বারে
ক্রয় করে নিন ।
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।
ওই চাঁদ উঠেছে ………… ।।