শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ওই চাঁদ উঠেছে

ওই চাঁদ উঠেছে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওই চাঁদ উঠেছে দেখো মমিন 
এসেছে খুশির দিন, 
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।  

সিয়াম তোমায় শেখায় ওভাই 
দিতে ওদের খাবার, 
আল্লাহ তাআলা দিলেন তাই 
এই সেরা উপহার ।  
মিষ্টি মিঠাই নতুন জামা 
ওদের বুঝে দিন । 
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।  
ওই চাঁদ উঠেছে ………… 

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ..
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ.. 

ওদের ভালোবাসলে তুমি 
রব খুশি হয়,  
রায়হান আছে তোমার তরে 
শুধু যাওয়ার অপেক্ষায় । 
সেই খুশি নিয়ে এলো দ্বারে 
ক্রয় করে নিন । 
গরিব দুঃখির দুঃখ গুলো
ভাগ করে নিন ।  
ওই চাঁদ উঠেছে ………… ।।

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ফুলের মতো গড়তে জীবন

ফুলের মতো গড়তে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ফুলের মতো গড়তে জীবন 
খুলে দেখো আল্ কুরআন, 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 

যার পরশে মানুষ গুলো 
হয়েছে সোনা, 
সেই মানুষের সাথে কারো 
হয়না তুলোনা । 
তাই- বিধান মেনে রবের ধ্যানে 
পড়ো আল্ কুরআন । 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 
ফুলের মতো গড়তে……… 

প্রিয় হাবিব মধুর সুরে 
পড়িতো যখন, 
আবু জাহেল আড়াল থেকে 
শুনিতো তখন । 
তবু-সত্য বুঝে করলো গোপন 
তুমি হবে নাফারমান । 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 
ফুলের মতো গড়তে……… ।।


বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আপন ঠিকানায় যাওয়ার আগে

আপন ঠিকানায় যাওয়ার আগে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আপন ঠিকানায় যাওয়ার আগে 
একবার ভেবে নিও, 
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  

ভুলে গেলে তুমিই সেরা 
সৃষ্টির মাখলুকাত, 
রাখলে দূরে দূরে তুমি 
শ্রেষ্ঠ সম্পদ । 
শ্রেষ্ঠ নীতি নাওনি মনে.. 
সময় খেয়াল রাইখো !
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  
আপন ঠিকানায়............. 

হিসাব ছাড়া তুলবে কে পা 
কেবা এমন আছে ! 
কোন্ শক্তির বলে তুমি 
চাওনা তারই কাছে !
কিসের মায়ায় জীবনটাকে 
তুচ্ছ করো প্রিয় ! 
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  
আপন ঠিকানায়.............।।




বুধবার, ১৯ মার্চ, ২০২৫

হে আমার রব


হে আমার রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হে রব..
আমাদের প্রতি তুমি 
রাজি হয়েও, 
আমাদের গোনা ক্ষমা 
করে দিও ।  

তোমার খুশিতে চলার পথটি 
সহজ করে দিও, 
নিশিরাতে আমাদের ডেকে নিও ।
তোমার দ্বারে আসি ফিরে
তাই বারেবারে 
আরশের নিচে তুমি ছায়া দিও । 
হে রব..হে রব.. হে আমার রব..হে রব.. । 

শতশত ফুল সময়ের আগে 
যায় ঝরে যায় 
দেখো চেয়ে হয়ে নিরুপায়, 
তব দ্বারে তাই 
মোরা মাফ চাই
অপমানিত করোনা হে প্রিয় ।  
হে রব..হে রব..হে আমার রব..হে রব.. ।। 



বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মুসিবত আসে তোমার পথ দেখাতে

মুসিবত আসে তোমার পথ দেখাতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মুসিবত আসে তোমার পথ দেখাতে, 
সবর করে যদি থাকো সে পথে,  
সুপথ পাবে ওই রবের ওয়াদা, 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 

প্রয়োজন হয় যদি করতে জিহাদ 
করতে হবে সঠিক ভাবে, 
রবের খুশিতে খুশি মনে 
হাসিমুখে জীবনটা দিও তবে । 
সে জীবন বৃথা নয় কুরআনে লেখা 
চলোনা তাই ভাই ভুল পথে,  
সুপথ পাবে ওই রবের ওয়াদা 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 
মুসিবত আসে……… 

প্রিয়জনে তব দ্বারে আশা করে 
আশাহত তাকে করোনা, 
আঁধার কেটে আলো আসে 
এই কথা ভুলে যেওনা । 
সে আলো জীবনের জ্বালায় প্রদীপ 
মিলিত করে দেয় রবের সাথে, 
সুপথ পাবে ওই রবের ওয়াদা 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 
মুসিবত আসে……… ।।