বুধবার, ১৯ মার্চ, ২০২৫

হে আমার রব


হে আমার রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হে রব..
আমাদের প্রতি তুমি 
রাজি হয়েও, 
আমাদের গোনা ক্ষমা 
করে দিও ।  

তোমার খুশিতে চলার পথটি 
সহজ করে দিও, 
নিশিরাতে আমাদের ডেকে নিও ।
তোমার দ্বারে আসি ফিরে
তাই বারেবারে 
আরশের নিচে তুমি ছায়া দিও । 
হে রব..হে রব.. হে আমার রব..হে রব.. । 

শতশত ফুল সময়ের আগে 
যায় ঝরে যায় 
দেখো চেয়ে হয়ে নিরুপায়, 
তব দ্বারে তাই 
মোরা মাফ চাই
অপমানিত করোনা হে প্রিয় ।  
হে রব..হে রব..হে আমার রব..হে রব.. ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন