বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মুসিবত আসে তোমার পথ দেখাতে

মুসিবত আসে তোমার পথ দেখাতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মুসিবত আসে তোমার পথ দেখাতে, 
সবর করে যদি থাকো সে পথে,  
সুপথ পাবে ওই রবের ওয়াদা, 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 

প্রয়োজন হয় যদি করতে জিহাদ 
করতে হবে সঠিক ভাবে, 
রবের খুশিতে খুশি মনে 
হাসিমুখে জীবনটা দিও তবে । 
সে জীবন বৃথা নয় কুরআনে লেখা 
চলোনা তাই ভাই ভুল পথে,  
সুপথ পাবে ওই রবের ওয়াদা 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 
মুসিবত আসে……… 

প্রিয়জনে তব দ্বারে আশা করে 
আশাহত তাকে করোনা, 
আঁধার কেটে আলো আসে 
এই কথা ভুলে যেওনা । 
সে আলো জীবনের জ্বালায় প্রদীপ 
মিলিত করে দেয় রবের সাথে, 
সুপথ পাবে ওই রবের ওয়াদা 
দেখো হেটে একেবার তুমি সে পথে । 
মুসিবত আসে……… ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন