তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আমরা কারো ভয় করি না
ক্ষয় করি না
চলি হকের পথে,
আমরা জানি সততা দিয়ে
গড়তে হবে
খোদার রহম পেতে ।
আমরা কথা বলতে জানি
ভুলতে জানি
জানি স্বপ্ন দেখতে,
আমর স্বদেশ গঠনে আমি
জানি জানি
মানচিত্রটি আঁকতে ।
আমরা ভয়ে কাতর হয়ে
হতাশ হয়ে
লুকাতে কখনো জানি না,
আমরা কখনো অবাধ্য হয়ে
কুসঙ্গে পড়ে
আপন মনোবল ভাঙি না ।
আমরা সদা ব্যস্ত থাকি
জেগে আঁখি
অসভ্যতা রুখতে,
আমরা মাঝি আমরা বুঝি
শক্ত হাতে
কেমনে হাল ধরতে ।।