শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মনোবল (কবিতা)

মনোবল  (কবিতা)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমরা কারো ভয় করি না
ক্ষয় করি না 
চলি হকের পথে, 
আমরা জানি সততা দিয়ে 
গড়তে হবে 
খোদার রহম পেতে ।

আমরা কথা বলতে জানি 
ভুলতে জানি 
জানি স্বপ্ন দেখতে, 
আমর স্বদেশ গঠনে আমি 
জানি জানি 
মানচিত্রটি আঁকতে ।

আমরা ভয়ে কাতর হয়ে 
হতাশ হয়ে 
লুকাতে কখনো জানি না, 
আমরা কখনো অবাধ্য হয়ে 
কুসঙ্গে পড়ে 
আপন মনোবল ভাঙি না । 

আমরা সদা ব্যস্ত থাকি 
জেগে আঁখি 
অসভ্যতা রুখতে, 
আমরা মাঝি আমরা বুঝি
শক্ত হাতে 
কেমনে হাল ধরতে ।।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কলমের কালি জানি

কলমের কালি জানি  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কলমের কালি জানি 
যাবে ফুরিয়ে, 
শেষ হবেনা লেখা 
তোমার গুনগান ।
দাও হে দয়া মালিক হৃদয়ে আমার 
তোমারই দয়া অফুরান । 

তোমার কাছেই সকল চাওয়া 
মনের কথা সব, 
মন দরিয়ার কথা গুলো 
জানো হে রব । 
তাইতো আমি চাইগো পেতে 
দুহাত তুলি গভীর রাতে,  
তোমার কাছে এই মিনতি 
আমাদের কল্যাণ । 
কলমের কালি…………… 

এই ধরনীতে গজব নাযিল 
করেছো জানি তুমি, 
তুমিই আবার সুপথ দাতা 
মোদের কল্যাণকামী । 
তোমার রহম ছাড়া জানি 
ছাড় পাবেনা জ্ঞানী গুণী, 
মোদের প্রতি মায়ার চোখে 
রহম করো দান ।
কলমের কালি……………।। 






রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

এসো আমরা সূর্য হয়ে

এসো আমরা সূর্য হয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসো আমরা সূর্য হয়ে 
আঁধার করি দূর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 

এসো সমাজের রন্ধ্রে-রন্ধ্রে দেখো 
শিয়ালের হাঁক, 
দু চোখে দেখেও তুমি
কেন হওনা অবাক । 
পশুরাও দেখে পায় লজ্জা 
সকাল দুপুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা……………… 

এসো চাঁদের হাসি ছড়িয়ে 
সমাজকে নেয় সাজিয়ে, 
রংধনুর ওই রঙে বরণ 
করি সবাই এগিয়ে ।  
সেরাদের সেরা ওগো তুমি 
হয়োনাকো ভবঘুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা………………।। 



মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রবের পথে এসো

রবের পথে এসো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের পথে এসো 
সব বাধা পেরিয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে । 

এ জীবন ক্ষনিকের 
তুমি তা জানো কি, 
নেই থেমে সময় ওই 
ভেবে দেখেছো কি ! 
দ্বীনের পথে এসো 
মনটাকে জাগিয়ে,
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।  
রবের পথে…………

বুকে পাথর নিয়ে বেলাল 
পড়ে আহাদ আহাদ,
তত জালিমের জুলুম বাড়ে 
করে শত আঘাত । 
আহবান ছিলো এসো 
হক রবে বিজয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।
রবের পথে…………।।