বুধবার, ২৬ জুন, ২০২৪

প্রতিটি কাজের মাঝে

প্রতিটি কাজের মাঝে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

প্রতিটি কাজের মাঝে 
চাই মোরা ভিন্নতা 
সদিচ্ছা রেখে ।
প্রেরণা জোগায় তোমার 
যে কথা যে ব্যথা 
প্রাধান্য দাও তাকে । 

কাজের গতিটাকে দিওনা থামিয়ে তুমি
নিজেকে দুর্বল ভেবে, 
শত বাধা বিপদেও থেকো অটুট অভাবেও 
দেখবে বিজয়ী হবে । 
জানি দুর্বল সেই তো 
বাতিলের মতো 
হতাশায় কাটায় যে জীবনটাকে । 
প্রতিটি কাজের মাঝে..............

সদা তুমি ব্যস্ত থাকো কুরআনের আহ্বানে 
প্রিয় নবীদের পথে, 
কলুষিত জীবন থেকে থাকো দূর দূরান্তে 
একথা নাও গেঁথে । 
তবেই তুমি পাবে জানি
নাজাতের ওই পথ 
রবের পক্ষ থেকে ।
প্রতিটি কাজের মাঝে..............।।

শনিবার, ১৫ জুন, ২০২৪

কুরআন বুঝে পড়তে হবে

কুরআন বুঝে পড়তে হবে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন বুঝে পড়তে হবে
প্রিয় নবীর বাণী, 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 

কুরআন সদা নাও গেঁথে 
হৃদয় মাঝে তুমি, 
তুমি তবে রবের কাছে
হবে অনেক দামী । 
সেই কুরআন বুকে ধারণ করো...
ওগো জ্ঞানী গুণী ।
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... 

মানব জাতির জন্য কুরআন 
পথ নির্দেশিকা, 
জ্ঞানীর জন্য সে পথটি তাই 
আলোর ওই শিখা । 
তাই আলোর মতো জীবনটাকে...
গড়বে তুমি জানি । 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... ।।




শুক্রবার, ১৪ জুন, ২০২৪

দ্বীনদারীতা

দ্বীনদারীতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীন ইসলামের পথেই যদি 
সময় কাটে তোমার, 
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 

বলি তাই শোনো ও ভাই 
রবের হুকুম ছেড়োনা,
রবকে ভুলে গেলে তুমি 
হবে জাহান্নাম ঠিকানা ।
তুমি ষোল আনা গড়তে জীবন 
হও ইবাদাত গুজার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................

জান্নাতের ওই নমুনা দেখো 
কুরআন পাকে লেখা, 
জাহান্নামের বিশাল আযাব 
প্রিয় নবীর চোখে দেখা । 
সেই নবীর ওয়ারিস হতে তোমার 
হতে হবে পরহেজগার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................।। 




বুধবার, ১২ জুন, ২০২৪

দ্বীনের পথে ডাকি তোমায়

দ্বীনের পথে ডাকি তোমায় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ডাকি তোমায়
দূরে দূরে থেকোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 

সময় তো আর নয়তো বেশি 
আছে সন্নিকটেই, 
জীবন গাড়ি দেবে পাড়ি 
রবের শেষ হুকুমেই । 
তাই ভালোর ভালো আমল টুকু.... 
সঙ্গে নিতে ভুলোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 
দ্বীনের পথে ডাকি.....................

কতো সময় কেটে গেছে 
জীবন অবহেলাতে, 
আঁধার থেকে এসো ফিরে 
ডাকি আলোর পথে । 
সেই আলোর পথে আঁধার রাতে... 
রবের ডাকতে ভুলোনা ।
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
দ্বীনের পথে ডাকি.....................।।