শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বন্ধু তুমি বন্ধু হয়ে

বন্ধু তুমি বন্ধু হয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বন্ধু তুমি বন্ধু হয়ে 
ক্ষমা আমায় করলে না, 
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে খুন চার'জনা । 

আমাকে তোমরা নিয়ে গেলে 
ওই দূরে নির্জনে, 
চেয়েছিলাম বেঁচে থাকতে আমি 
তবুও মারলে প্রাণে ।
-------
কিসের নেশায় বন্ধু আমার 
করলে এতো বড়ো ক্ষতি, 
মানুষ নামের পশু সেজে 
হারিয়েছো মানব নীতি । 
আমি বন্ধু ভালো আছি 
হয়তো তোমরা জানোনা, 
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... 

হাত ধরেছি পা ধরেছি 
বন্ধু আমার মেরোনা, 
আমার কাছে কি চাওগো বলো 
দোহাই ক্ষমা করে দাওনা ।
------
সাক্ষী হয়ে থাকবে আমার 
পাশে জানি দেশবাসী, 
অপরাধের শাস্তি পাবে 
হবে তোমাদের ফাঁসি । 
আমি বন্ধু কেমন আছি 
তোমারা তো আর জানোনা,
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... ।।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গোনাহের কাছে জীবন

গোনাহের কাছে জীবন 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গোনাহের কাছে জীবন
দিওনা সঁপে ও...
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ও... । 
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ।

চারিদিকে আগাছা পরগাছা
মাকড়সার জাল ওই বিছানো, 
সবুজ শ্যামল ও তরুলতা 
দিনে দিনে হয়ে যায় শুকনো । 
তুমি সুন্দর সুদেহে আয়োজনে 
নিজেকে রাখো চেপে ও... ।
তুমি নিজেকে রাখো চেপে ।
গোনাহের কাছে........ 

জীবনে কতকিছু হারিয়ে গেছে 
তুমি কি সে গুলো পাবে ফিরে ! 
দুচোখ বুজিয়ে ভেবে দেখো 
কি বা নিলে সওদা করে । 
গোনার পাহাড়ের ওই চুঁড়াতে 
যেওনা ধাপে ধাপে ও...
তুমি যেওনা ধাপে ধাপে ।
গোনাহের কাছে........ ।।



রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভালো ছেলে হতে হলে

ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।
ভালো ছেলে.......

তুমি ভালো হলে 
জ্ঞানে গুনে,
তবে মুল্য পাবে 
এই জীবনে ।
তাইতো তোমায় শিখতে হবে 
জানতে হবে কেমন আঁধার !
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সুপথ 
হাতছানি দিতে থাকে,
যদি তা সে সেই পথে 
তার কদম টি রাখে ।
শোনো তাইতো তোমায় হতে হবে 
সত্য পথের রাহাবার ।
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সমাজ 
দেখো হয় উপকৃত,
ঘৃণিত হয়ত তারা 
যারা বাবা মায়ের অবাধ্য ।
তাই শপথ তোমায় নিতে হবে 
আবার এক বার ।
ভালো ছেলে..…....।।

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মিথ্যাবাদী

মিথ্যাবাদী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মিথ্যা বাদী অশ্লীলতা 
ছড়াই দিকে দিকে, 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে ।

মিথ্যা বাদী জান্নাতে 
কভু যাবে না, 
কোরআন পাকে ঘোষণা 
করেন রব্বানা । 

মিথ্যা বাদীর সঙ্গ দেখো 
হারাম মতবাদ, 
দিকে দিকে যায় বেড়ে যায় 
ফাসাদ আর ফাসাদ । 
বিভেদ ফাসাদ ধ্বংস করে 
তোমার আমার ঈমানকে । 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী......

মিথ্যা বাদীর চোখে মুখে
পাবে ছলনা,
মিষ্টি কথায় কাছে এসে 
ঘটায় বড়ো ঘটনা । 

সেই মিথ্যা বাদীর সঙ্গ কভু 
দিওনা ভাই দিওনা,
প্রিয় নবী বলেন মিথ্যা বাদীর 
জাহান্নাম ঠিকানা । 
রব তোমার দ্বারে তুলি দুহাত 
রক্ষা করো আমাকে ।
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী...........।।