সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

হাজারো সৃষ্টি বানে ভেসে দেখো

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো 
দেখো হে রব, 
তোমারি তরে নত এ শির 
জনি তোমারি নিয়ন্ত্রণে সব ।

আমাদের ভালো খারাপ 
সবকিছুই জানো জানি 
হে মোর অন্তর্যামী ।
শত আশা বুকে করে 
তুলেছি হাত তব দ্বারে 
ফিরিয়ে দিওনা তুমি । 
হাজারো সৃষ্টি বানে………… 

যদি এটি আজব হয় 
তব দ্বারে ক্ষমা চাই,  
জানি তুমি নিরাশ কর না । 
সেই আশায় তব দ্বারে  
বারে বারে আসি ফিরে  
ওগো রব রহম করো না । 
হাজারো সৃষ্টি বানে………… ।। 





বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ইয়া রাসুলুল্লাহ

ইয়া রাসুলুল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা 
জি’তা বি’ল-আম্রিল -মু’তা 
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা' ।

মোরা তোমাকে জানাই স্বাগতম 
ইয়া রাসুলুল্লাহ, 
মোরা তোমাকে জানাই স্বাগতম
ইয়া হাবিবাল্লাহ ‌। 
এই ধরার মাঝে তুমি শ্রেষ্ঠ গোলাপ 
ওগো মোর কামলিওয়ালা । 
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… 

তোমার আগমনে মাতোয়ারা 
এই বসুন্ধরা, 
দিকে দিকে ফেরেস্তারা 
দেয় পাহারা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকে হরিণ,  
ছায়া দিতে ভোলেনি মেঘমালারা ।
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… ।।

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচারী তোমায় দেখে

স্বৈরাচারী তোমায় দেখে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মুখটা চেপে ধরে
করেছো যে ভুল, 
সেই ভুলের'ই দিতে হলো 
তোমাকেই মাশুল । 
যুগে যুগে ফিরাউনের 
বংশ হলো শেষ, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 

হাজার হাজার ভাই বোনদের 
করেছো যে গুম, 
কতো মাকে কাঁদালে তুমি 
নিলে কেড়ে ঘুম ।
সেই মায়ের ওই চোখের জল 
এই পতনের মূল, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………

কতো ভাইকে রাখলে তুমি 
নিষ্ঠুর আয়না ঘরে, 
যুবক সে তো বৃদ্ধ হয়ে 
আজকে ঘরে ফেরে । 
ছাত্র সমাজ করেছে তাই 
তোমাকে নির্মূল ।
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………।।