রবিবার, ২৪ জুলাই, ২০২২

ইয়া রাসূলাল্লাহ

ইয়া রাসূলাল্লাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা যেন তোমার সাথে তোমার মতে
সত্য পথে চলতে পারি,উচ্চ স্বরে বলতে পারি,   
অসৎ পথে যেওনা, মিথ্যা কথা বলোনা ।
ইয়া রাসূলাল্লাহ  ইয়া হাবিবুল্লাহ ( সাঃ )

সন্দেহতে কাউকে তুমি এমন গালি দিওনা,
পাল্টা গালি দেবে সে তো তুমিও যে ভুলো না ।
আমরা তো আর এমন কাজের পথিক হতে চায় না,
তুমি মোদের শিখিয়েছো মন্দ তো আর ভালো না ।

হিংসা দিয়ে হিংসা তো আর জয় করা যায় না,
সত্য পথের পথিক সে তো ঠকানো কাজ বোঝে না । অন্যায়ের সাথে করতে আপোস কখনোই তো বলোনি,  
তবু এ মন থাকতে কেন করে শুধু ছলনা !!

‌ লেখার সময়: ৭:৩৫ সন্ধ্যা
তারিখ: ১৪ই জুন, ২০২২

আমার দেশ

আমার দেশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি দেশকে ভালোবাসি
দেশের জন্য বাসি ভালো জীবন দিতে রাজি ।
স্বৈরাচারী রুখতে মোদের থাকতে হবে তৎপরতা
এসো শপথ নিই আজি  ।

ঝুম ঝুম নিঝুম অন্ধকারে
বিদেশি হায়না ঢুকে দেশের ক্ষতি করে,
হও সচেতন তুমি জনগণ
দেখো কত মানুষ মরে অনাহারে  ।

এসো আর নয় দলাদলি
দেশের জন্য স্বপ্ন গুলো বাস্তবায়ন করি ।
তবে আমার দেশ হবে মহান
আমরা হবো ধন্য  ।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

প্রতিযোগিতা

প্রতিযোগিতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
                   (১)
কে কতো দূর্নীতি করতে পারে
চলছে তার প্রতিযোগিতা,
রাজনৈতিক মহল থেকে শুরু করে
রাজা আমলা প্রজা
ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার
লক্ষ্য সবারই
জানুক আমার কতো ক্ষমতা !

অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করে
গড়ছে এক একটা পাহাড়,
কে ভেঙ্গে করবে এ পাহাড় চুরমার !
এমন ক্ষমতা আছে কার ?
বোধগম্য যার আছে আজ সেতো নীরব,
তবু সে বোঝাতে চায়
দেখো আমার আছে দক্ষতা ।

দক্ষিণা বাতাস রাস্তা ঘাট আটকে দিয়ে
আজ যারা মানুষের কষ্ট দেয়
তারাই হয় সমাজের নেতা,
জানিনা এ কেমন প্রতিযোগিতা,
মিথ্যার বুলি প্রতিশ্রুতি কথায় কথায় খায় কসম
ওদের চেহারায় বোঝা যায়
ওদের কতো অজ্ঞতা ।
                     (২)
ন্যায়ের জন্যে অন্যায়ের বিরুদ্ধে
কে কতো শক্তিশালী হতে পারে,
সুশীল সমাজ পেতে
দুর্নীতি দমন করতে,
সৎ নেতা জনগণের উপহার দিতে
শুধুই প্রয়োজন একতা,
আজ হোক এই প্রতিযোগিতা ।

যোগ্য নেতার অভাবের কারণে
চলছে খুন ধর্ষণ  রাহাজানি
দুর্নীতির মতো অপকর্ম,
হিংসা বিদ্বেষ আর
ধর্মের নামে অধর্ম,
এগিয়ে আসার প্রয়োজন
সমাজে আছে যাদের বোধগম্যতা ।

যারা দুঃখ কষ্ট সহ্য করে
দিনের পর দিন না খেয়ে মরে,
তাদের কথা কে ভাববে !
বলো আর কতো দিন ঘুমিয়ে থাকবে ?
এমন নেতা কবে আসবে
সে এসে বলবে আমার নেতৃত্বে যদি না খেয়ে
একটা কুকুরও মারা যায়
সেটা আমার জবাবদিহিতা ।।

লেখার সময়: ১১:১০সকাল
তারিখ ১৩ই জুলাই ২০২২ বুধবার