প্রতিযোগিতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
(১)
কে কতো দূর্নীতি করতে পারে
চলছে তার প্রতিযোগিতা,
রাজনৈতিক মহল থেকে শুরু করে
রাজা আমলা প্রজা
ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার
লক্ষ্য সবারই
জানুক আমার কতো ক্ষমতা !
অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করে
গড়ছে এক একটা পাহাড়,
কে ভেঙ্গে করবে এ পাহাড় চুরমার !
এমন ক্ষমতা আছে কার ?
বোধগম্য যার আছে আজ সেতো নীরব,
তবু সে বোঝাতে চায়
দেখো আমার আছে দক্ষতা ।
দক্ষিণা বাতাস রাস্তা ঘাট আটকে দিয়ে
আজ যারা মানুষের কষ্ট দেয়
তারাই হয় সমাজের নেতা,
জানিনা এ কেমন প্রতিযোগিতা,
মিথ্যার বুলি প্রতিশ্রুতি কথায় কথায় খায় কসম
ওদের চেহারায় বোঝা যায়
ওদের কতো অজ্ঞতা ।
(২)
ন্যায়ের জন্যে অন্যায়ের বিরুদ্ধে
কে কতো শক্তিশালী হতে পারে,
সুশীল সমাজ পেতে
দুর্নীতি দমন করতে,
সৎ নেতা জনগণের উপহার দিতে
শুধুই প্রয়োজন একতা,
আজ হোক এই প্রতিযোগিতা ।
যোগ্য নেতার অভাবের কারণে
চলছে খুন ধর্ষণ রাহাজানি
দুর্নীতির মতো অপকর্ম,
হিংসা বিদ্বেষ আর
ধর্মের নামে অধর্ম,
এগিয়ে আসার প্রয়োজন
সমাজে আছে যাদের বোধগম্যতা ।
যারা দুঃখ কষ্ট সহ্য করে
দিনের পর দিন না খেয়ে মরে,
তাদের কথা কে ভাববে !
বলো আর কতো দিন ঘুমিয়ে থাকবে ?
এমন নেতা কবে আসবে
সে এসে বলবে আমার নেতৃত্বে যদি না খেয়ে
একটা কুকুরও মারা যায়
সেটা আমার জবাবদিহিতা ।।
লেখার সময়: ১১:১০সকাল
তারিখ ১৩ই জুলাই ২০২২ বুধবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন