আমার দেশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আমি দেশকে ভালোবাসি
দেশের জন্য বাসি ভালো জীবন দিতে রাজি ।
স্বৈরাচারী রুখতে মোদের থাকতে হবে তৎপরতা
এসো শপথ নিই আজি ।
ঝুম ঝুম নিঝুম অন্ধকারে
বিদেশি হায়না ঢুকে দেশের ক্ষতি করে,
হও সচেতন তুমি জনগণ
দেখো কত মানুষ মরে অনাহারে ।
এসো আর নয় দলাদলি
দেশের জন্য স্বপ্ন গুলো বাস্তবায়ন করি ।
তবে আমার দেশ হবে মহান
আমরা হবো ধন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন