রবিবার, ২৪ জুলাই, ২০২২

ইয়া রাসূলাল্লাহ

ইয়া রাসূলাল্লাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা যেন তোমার সাথে তোমার মতে
সত্য পথে চলতে পারি,উচ্চ স্বরে বলতে পারি,   
অসৎ পথে যেওনা, মিথ্যা কথা বলোনা ।
ইয়া রাসূলাল্লাহ  ইয়া হাবিবুল্লাহ ( সাঃ )

সন্দেহতে কাউকে তুমি এমন গালি দিওনা,
পাল্টা গালি দেবে সে তো তুমিও যে ভুলো না ।
আমরা তো আর এমন কাজের পথিক হতে চায় না,
তুমি মোদের শিখিয়েছো মন্দ তো আর ভালো না ।

হিংসা দিয়ে হিংসা তো আর জয় করা যায় না,
সত্য পথের পথিক সে তো ঠকানো কাজ বোঝে না । অন্যায়ের সাথে করতে আপোস কখনোই তো বলোনি,  
তবু এ মন থাকতে কেন করে শুধু ছলনা !!

‌ লেখার সময়: ৭:৩৫ সন্ধ্যা
তারিখ: ১৪ই জুন, ২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন