মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

দাও ফিরিয়ে সম্মান

দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

খাবার চাই খাবার দাও
দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই
আজ আমরা মর্মাহত ।

আমরা অর্থ চায়না চাই
বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন
কে আছো দেখবার ।

ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে
কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে
আমাদের বাঁচিয়ে নিন ।

রক্ত মাংসের দেহ যার
বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে
দুঃখ আছে যার ।

তোমরা সবাই জানি সুস্থ
জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল
আমরা যারা দুর্বল ।

তবে কেন ফুট পথে
হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই
দাও ফিরিয়ে সম্মান ।

লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021

তওবা

তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মনটা ভালো কর - ওরে গোনাহগার....
মনটা ভালো কর - ওরে গোনাহগার,
থাকতে সময় রবের কাছে তওবা কর...
তুই থাকতে সময় রবের কাছে তওবা কর ।

মনটা ভালো কর ওরে গোনাহগার......

এই দুনিয়ার মিছে মায়ায় জড়িয়েছিস যত,
একটা একটা মনে করে নে চেয়ে নে তত...
তুই একটা একটা মনে করে নে চেয়ে নে তত ।
জাসনা ভুলে সময় থাকতে....
তুই জাসনা ভুলে সময় থাকতে কবর অন্ধকার ।

মনটা ভালো কর ওরে গোনাহগার.....

এই  ক্ষণস্থায়ী জীবন রে তোর
একথা জাস না ভুলে,
ওই দুনিয়ায় দেবে রে তোর
জাহান্নামে ফেলে ।
তুই  সেই কথাটা মনে কর....
ওরে তুই সেই কথাটা মনে করে চোখের জল ছাড়  ।

মনটা ভালো কর ওরে গোনাহগার....

শনিবার, ২ এপ্রিল, ২০২২

তাকওয়া

তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

চাঁদ দেখে রাখো রোজা
চাঁদ দেখে ভাঙ্গ  ,
এর মাঝে তাকওয়া অর্জন করো,
তুমি এর মাঝে তাকওয়া অর্জন করো ।

রোজা রাখো হুকুম জেনে রোজা কেন জানো ,
অনাহারের মুখে খাবার নেই সময়ে কেনো ?
রোজা তো নয় আরাম-আয়েশ হারাম মত ভরো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো  ।

রোজা তো নয় শুধু শুধু উপবাস থাকা,
মিথ্যা হলফ চুরি ব্যভিচার থেকেও দূরে থাকা ।
হালাল-হারাম জেনে বুঝে রোজা তুমি করো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো  ।

দেখার সময় : 10am
তারিখ: 03/04/2022