তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মনটা ভালো কর - ওরে গোনাহগার....
মনটা ভালো কর - ওরে গোনাহগার,
থাকতে সময় রবের কাছে তওবা কর...
তুই থাকতে সময় রবের কাছে তওবা কর ।
মনটা ভালো কর ওরে গোনাহগার......
এই দুনিয়ার মিছে মায়ায় জড়িয়েছিস যত,
একটা একটা মনে করে নে চেয়ে নে তত...
তুই একটা একটা মনে করে নে চেয়ে নে তত ।
জাসনা ভুলে সময় থাকতে....
তুই জাসনা ভুলে সময় থাকতে কবর অন্ধকার ।
মনটা ভালো কর ওরে গোনাহগার.....
এই ক্ষণস্থায়ী জীবন রে তোর
একথা জাস না ভুলে,
ওই দুনিয়ায় দেবে রে তোর
জাহান্নামে ফেলে ।
তুই সেই কথাটা মনে কর....
ওরে তুই সেই কথাটা মনে করে চোখের জল ছাড় ।
মনটা ভালো কর ওরে গোনাহগার....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন