দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
খাবার চাই খাবার দাও
দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই
আজ আমরা মর্মাহত ।
আমরা অর্থ চায়না চাই
বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন
কে আছো দেখবার ।
ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে
কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে
আমাদের বাঁচিয়ে নিন ।
রক্ত মাংসের দেহ যার
বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে
দুঃখ আছে যার ।
তোমরা সবাই জানি সুস্থ
জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল
আমরা যারা দুর্বল ।
তবে কেন ফুট পথে
হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই
দাও ফিরিয়ে সম্মান ।
লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন