তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
চাঁদ দেখে রাখো রোজা
চাঁদ দেখে ভাঙ্গ ,
এর মাঝে তাকওয়া অর্জন করো,
তুমি এর মাঝে তাকওয়া অর্জন করো ।
রোজা রাখো হুকুম জেনে রোজা কেন জানো ,
অনাহারের মুখে খাবার নেই সময়ে কেনো ?
রোজা তো নয় আরাম-আয়েশ হারাম মত ভরো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো ।
রোজা তো নয় শুধু শুধু উপবাস থাকা,
মিথ্যা হলফ চুরি ব্যভিচার থেকেও দূরে থাকা ।
হালাল-হারাম জেনে বুঝে রোজা তুমি করো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো ।
দেখার সময় : 10am
তারিখ: 03/04/2022
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন