রবিবার, ২২ জুলাই, ২০১৮

কবিতা:- যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

সোমবার, ৯ জুলাই, ২০১৮

কবিতা:- কিয়ামত

                   কিয়ামত
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
           মধ‍্যবেনা,বাদুড়িয়া

দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শেখানো
আছে বড়ই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ‍্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত‍্য মিথ‍্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত‍্য পন্থীরা চলিয়া যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখূ রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন‍্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়ে দাও আমায় ‌।
পুনর্জন্মে আসিয়া আমি,
এবাদাত করিবো তোমায় ।।

কবিতা:- হও-মুসলিম

                 হও- মুসলিম
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

হও-মুসলিম এক জোট
বাত্বিলের কখনো দিওনা ভোট ।
ছলেবলে কৌশলে দাবার মতো চালচেলে
'ঈমান" করিতে চায় লুট ।

ওরা মোদের চিরদিনের দুশমন
আল্লাহু আকবর বলে গাও স্লোগান ।
দেখো জালিমরা থমকে যাবে
যতুই হোক পাষান ।

ওহে মুসলিম জাগ্রত হও
নষ্ট করো শয়তানদের ভান্ডার ।
'ইসলাম" জয় করবার জন্য প্রতিবাদ করো
দূর হোক কালো আঁধার ।

অগ্রসর হয়ে এগিয়ে এসো
পিছিয়ে থেকো না আর ।
সকল মানব কে জানিয়ে দাও
'ইসলাম" যে সবার ।

ওহে মুসলিম বেরিয়ে পড়ো
ঘরের ভিতর থেকো না আর ।
তোমাকে ডাকিতেছে সেই পথিক
আল্লাহুর সাথে যার কারবার ।

হে বিশ্ব মালিক জানি না পথে যেতে
ভুল হয় কত বার ।
তবুও আমি মাফ চাই
ভুল হয় যত বার ।।