সোমবার, ৯ জুলাই, ২০১৮

কবিতা:- হও-মুসলিম

                 হও- মুসলিম
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

হও-মুসলিম এক জোট
বাত্বিলের কখনো দিওনা ভোট ।
ছলেবলে কৌশলে দাবার মতো চালচেলে
'ঈমান" করিতে চায় লুট ।

ওরা মোদের চিরদিনের দুশমন
আল্লাহু আকবর বলে গাও স্লোগান ।
দেখো জালিমরা থমকে যাবে
যতুই হোক পাষান ।

ওহে মুসলিম জাগ্রত হও
নষ্ট করো শয়তানদের ভান্ডার ।
'ইসলাম" জয় করবার জন্য প্রতিবাদ করো
দূর হোক কালো আঁধার ।

অগ্রসর হয়ে এগিয়ে এসো
পিছিয়ে থেকো না আর ।
সকল মানব কে জানিয়ে দাও
'ইসলাম" যে সবার ।

ওহে মুসলিম বেরিয়ে পড়ো
ঘরের ভিতর থেকো না আর ।
তোমাকে ডাকিতেছে সেই পথিক
আল্লাহুর সাথে যার কারবার ।

হে বিশ্ব মালিক জানি না পথে যেতে
ভুল হয় কত বার ।
তবুও আমি মাফ চাই
ভুল হয় যত বার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন