বুধবার, ৬ জুন, ২০১৮

কবিতা....বর্তমান রাজনীতি

              বর্তমান রাজনীতি
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল

ধর্ম আজ কলা গাছ
রাজনীতির হাতিয়ার
ধর্মের নামে চলছে
দুর্নীতির কারবার ।

মঞ্চে উঠতেই হয় নেতার বুলি
আগডুম বাগডুম
চোরের দল নেতা সাঁজে
আর ভালো মানুষ হয় গুম ।

হায়নার বেশে মানুষ আজ খায়
মানুষের রক্ত
যারা মানুষ মারে দেশের মানুষ আজ
তাদের কেন ভক্ত‍ ?

নেতার পিছে ঘুরছে যারা
তাঁরা কিছু পাওয়ার আশায়
রাস্তা ঘাটে আগুন আর
হিংসার প্রদীপ জ্বালায় ।

এমন নেতা থাকলেই হবে
বোমা বাজি আর দাঙ্গা
আর মুন্ত্রীরা ভাষণ দেবেন
ওহ ! এ সাব কিয়া কারেঙ্গা !!
              ====

গান... মাতাল থেকে বাঁচতে


            মাতাল থেকে বাঁচতে (গান)
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

রাখবো না আর মাতাল গুলোর
দেশে গ্রামে
থাকলে মাতাল যাবে সবাই
জাহান্নামে ।
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও বিবি
পাগলা গারদে ।

বেড়েছে আজ
মাতালের দল
তাই তো ওরে
দেশেটা অচল ।
ধর্ষিতা আর লুচ্চগিরি
মাতালের কারণে- হ‍্যায়,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

এসো মাদক মুক্ত সমাজ গড়তে
সবাই করি পণ,
এই সংকটে জাতির অাজ
ঐক্য প্রয়োজন।
এখনো থাকলে বসে
দেশটা হবে মাতালের,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

গান .. একটা জাতি

                 একটা জাতি
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা, বাদুড়িয়া

মোদের নয় পরিচয় হিন্দু মুসলিম
কিম্বা অন‍্য জাতি
জাত উপজাত সব কিছু পড়ে থাক
গড়ে উঠুক সম্প্রীতি ।

পরিচয়ে নই তো  মোরা শুধুই মানুষ
বরং উন্নত মানুষ
কেমন করে হয় বিবেকহীন মানুষ
পশুদের মতো হয় অভ‍্যাষ!
সব কিছু পড়ে থাক
এসো ভুলে যায় ভেদাভেদ কন্দল
দূর হোক মুছে যাক
সমাজে আছে যতো জঞ্জাল ।

এসো গোড়ে তুলি একটা জাতি ।।

আর নয় রক্তের হলি খেলা
থাকতে বেলা হই নিষ্পাপ
এখনই তা শুরু হোক
এগিয়ে যায় যাক এক ধাপ ।
আর পিছিয়ে নয় সত্ত‍্যের হবেই জয়
সুন্দর পৃথিবীতে চাই শান্তি
দূর হোক মুছে যাক
আছে যতো বিভ্রান্তি

এসো গোড়ে তুলি একটা জাতি ।।
                   ◆◆◆◆