মাতাল থেকে বাঁচতে (গান)
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
রাখবো না আর মাতাল গুলোর
দেশে গ্রামে
থাকলে মাতাল যাবে সবাই
জাহান্নামে ।
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও বিবি
পাগলা গারদে ।
বেড়েছে আজ
মাতালের দল
তাই তো ওরে
দেশেটা অচল ।
ধর্ষিতা আর লুচ্চগিরি
মাতালের কারণে- হ্যায়,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।
এসো মাদক মুক্ত সমাজ গড়তে
সবাই করি পণ,
এই সংকটে জাতির অাজ
ঐক্য প্রয়োজন।
এখনো থাকলে বসে
দেশটা হবে মাতালের,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
রাখবো না আর মাতাল গুলোর
দেশে গ্রামে
থাকলে মাতাল যাবে সবাই
জাহান্নামে ।
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও বিবি
পাগলা গারদে ।
বেড়েছে আজ
মাতালের দল
তাই তো ওরে
দেশেটা অচল ।
ধর্ষিতা আর লুচ্চগিরি
মাতালের কারণে- হ্যায়,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।
এসো মাদক মুক্ত সমাজ গড়তে
সবাই করি পণ,
এই সংকটে জাতির অাজ
ঐক্য প্রয়োজন।
এখনো থাকলে বসে
দেশটা হবে মাতালের,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন