বুধবার, ৬ জুন, ২০১৮

কবিতা....বর্তমান রাজনীতি

              বর্তমান রাজনীতি
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল

ধর্ম আজ কলা গাছ
রাজনীতির হাতিয়ার
ধর্মের নামে চলছে
দুর্নীতির কারবার ।

মঞ্চে উঠতেই হয় নেতার বুলি
আগডুম বাগডুম
চোরের দল নেতা সাঁজে
আর ভালো মানুষ হয় গুম ।

হায়নার বেশে মানুষ আজ খায়
মানুষের রক্ত
যারা মানুষ মারে দেশের মানুষ আজ
তাদের কেন ভক্ত‍ ?

নেতার পিছে ঘুরছে যারা
তাঁরা কিছু পাওয়ার আশায়
রাস্তা ঘাটে আগুন আর
হিংসার প্রদীপ জ্বালায় ।

এমন নেতা থাকলেই হবে
বোমা বাজি আর দাঙ্গা
আর মুন্ত্রীরা ভাষণ দেবেন
ওহ ! এ সাব কিয়া কারেঙ্গা !!
              ====

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন