বুধবার, ৬ জুন, ২০১৮

গান .. একটা জাতি

                 একটা জাতি
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা, বাদুড়িয়া

মোদের নয় পরিচয় হিন্দু মুসলিম
কিম্বা অন‍্য জাতি
জাত উপজাত সব কিছু পড়ে থাক
গড়ে উঠুক সম্প্রীতি ।

পরিচয়ে নই তো  মোরা শুধুই মানুষ
বরং উন্নত মানুষ
কেমন করে হয় বিবেকহীন মানুষ
পশুদের মতো হয় অভ‍্যাষ!
সব কিছু পড়ে থাক
এসো ভুলে যায় ভেদাভেদ কন্দল
দূর হোক মুছে যাক
সমাজে আছে যতো জঞ্জাল ।

এসো গোড়ে তুলি একটা জাতি ।।

আর নয় রক্তের হলি খেলা
থাকতে বেলা হই নিষ্পাপ
এখনই তা শুরু হোক
এগিয়ে যায় যাক এক ধাপ ।
আর পিছিয়ে নয় সত্ত‍্যের হবেই জয়
সুন্দর পৃথিবীতে চাই শান্তি
দূর হোক মুছে যাক
আছে যতো বিভ্রান্তি

এসো গোড়ে তুলি একটা জাতি ।।
                   ◆◆◆◆

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন