রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

গান:- আয়রে আয় পাখি

                 আয়রে আয় পাখি
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
আয়রে আয় পাখি
নতুন দিনে নতুন সুরে গান গাইতে ডাকি । 2
তোমার দুটি ডানা
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2
তাই তো তোমায় ডাকি
তোমার ছবি আঁকি, 2
তুমি নতুন দিনের নতুন পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2

আয়রে আয় পাখি  2

আজকের দিনে একা নয়
ঝাঁকে ঝাঁকে থাকতে হয়, 2
একসাথে এক সুরে গান গাইবো মোরা সবাই । 2
চল্ যেতে হয় যাবো দূরে  2
 আমরা পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা ।2

আয়রে আয় পাখি  2

আমরা কঁচি আমরা পাখি
আমরা ভবিষ‍্যৎ,
নতুন দিনে নতুন কথায় আজ নিলাম শপথ । 2
নতুন দিনে নতুন গানে  2
জানা হলো অজানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা  ।2

আয়রে আয় পাখি........।।

                       ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
১৬/১০/২০১৭
সময়:- ১১টা ১০মিঃ
লেখা:- চারা তুলতে গিয়ে
চারা খেতেই বসে ।


শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

কবিতা:- শিক্ষিত সমাজ চাই

             শিক্ষিত সমাজ চাই
       তরিকুল ইসলাম খালাসী 
            মধ‍্য-বেনা,বাদুড়িয়া

আমি খরাপ আমার সাথে ওদের
তুলোনা করোনা
ভালো যে তাকে
মর্যাদা দাও ।

আমি নির্বোধ
আমার মতো মূর্খ
এই সমাজে রেখো না
ওদের কে শিক্ষিত বানাও ।


আমি দেখতে চাই আমার ছেলে
আমার ভাই থাকবে পাহারায়
সুস্থ‍্য সমাজ গড়ে উঠুক
এই দুনিয়ায় ।

ওদের বোধ শক্তি নাই
ব‍্যবহার
হায়নার মতো হয়
এটা কি মানুষের পরিচয় ?

আলো থাকলে কালোর সাথে
সংঘর্ষ হবেই
মোদের ব‍্যবহারে মুগ্ধ হলে
ওরাও ভালো হয়ে যাবেই ।

ওরা যেন রক্ত নিয়ে না খেলে
শিক্ষিত বলে
শিক্ষার মর্যাদা তবেই পাবে
শিক্ষিত পেলে ।

এসো একটাই স্লোগান হোক মোদের
শিক্ষিত সমাজ চাই
শিক্ষিত সমাজ পেলে
সব কিছু হবে জয় ।।

               সমাপ্ত
০৮/০৮/২০১৭
সময়:- ১২:৪৮pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা

গান:- নদী ও নদী

                   ।।। নদী ও নদী ।।।
             মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                    মধ‍্যবেনা, বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
নদী ও নদী
তুমি থাকতে আমার বাড়ির পাশে যদি,
ধরতাম আমি মাছ
ছুড়তাম আমি ঢিল
আনন্দ উল্লাসে ভর তো আমার মন ।

নদী ও নদী....

নদী তোমার বুকে চলে নৌ
নদী তোমার ভালো লাগে ঢেউ ।
নদী তোমার গর্ভে আছে রঙবেরঙ্গের মাছ
নদী তোমার পাড়ে আছে নানান রকম গাছ ।
তাই দেখিতে ছুটে আসি
ওরে নদী শোন ।

নদী ও নদী.......

নদী তোমার আঁকাবাঁকা পথে যেতে
ভালো লাগে ওই সুমদ্র পাড়ি দিতে ।
নদী তোমার ভালো লাগে আষাঢ় শ্রাবণ
নদী তোমার ভালো লাগে যখন ওঠে বান ।
তাই সকাল বিকাল দেখতে আসি
আমরা বন্ধু স্বজন ।

নদী ও নদী.....….।