শিক্ষিত সমাজ চাই
তরিকুল ইসলাম খালাসী
মধ্য-বেনা,বাদুড়িয়া
আমি খরাপ আমার সাথে ওদের
তুলোনা করোনা
ভালো যে তাকে
মর্যাদা দাও ।
আমি নির্বোধ
আমার মতো মূর্খ
এই সমাজে রেখো না
ওদের কে শিক্ষিত বানাও ।
আমি দেখতে চাই আমার ছেলে
আমার ভাই থাকবে পাহারায়
সুস্থ্য সমাজ গড়ে উঠুক
এই দুনিয়ায় ।
ওদের বোধ শক্তি নাই
ব্যবহার
হায়নার মতো হয়
এটা কি মানুষের পরিচয় ?
আলো থাকলে কালোর সাথে
সংঘর্ষ হবেই
মোদের ব্যবহারে মুগ্ধ হলে
ওরাও ভালো হয়ে যাবেই ।
ওরা যেন রক্ত নিয়ে না খেলে
শিক্ষিত বলে
শিক্ষার মর্যাদা তবেই পাবে
শিক্ষিত পেলে ।
এসো একটাই স্লোগান হোক মোদের
শিক্ষিত সমাজ চাই
শিক্ষিত সমাজ পেলে
সব কিছু হবে জয় ।।
সমাপ্ত
০৮/০৮/২০১৭
সময়:- ১২:৪৮pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা
তরিকুল ইসলাম খালাসী
মধ্য-বেনা,বাদুড়িয়া
আমি খরাপ আমার সাথে ওদের
তুলোনা করোনা
ভালো যে তাকে
মর্যাদা দাও ।
আমি নির্বোধ
আমার মতো মূর্খ
এই সমাজে রেখো না
ওদের কে শিক্ষিত বানাও ।
আমি দেখতে চাই আমার ছেলে
আমার ভাই থাকবে পাহারায়
সুস্থ্য সমাজ গড়ে উঠুক
এই দুনিয়ায় ।
ওদের বোধ শক্তি নাই
ব্যবহার
হায়নার মতো হয়
এটা কি মানুষের পরিচয় ?
আলো থাকলে কালোর সাথে
সংঘর্ষ হবেই
মোদের ব্যবহারে মুগ্ধ হলে
ওরাও ভালো হয়ে যাবেই ।
ওরা যেন রক্ত নিয়ে না খেলে
শিক্ষিত বলে
শিক্ষার মর্যাদা তবেই পাবে
শিক্ষিত পেলে ।
এসো একটাই স্লোগান হোক মোদের
শিক্ষিত সমাজ চাই
শিক্ষিত সমাজ পেলে
সব কিছু হবে জয় ।।
সমাপ্ত
০৮/০৮/২০১৭
সময়:- ১২:৪৮pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন