রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

গান:- আয়রে আয় পাখি

                 আয়রে আয় পাখি
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
আয়রে আয় পাখি
নতুন দিনে নতুন সুরে গান গাইতে ডাকি । 2
তোমার দুটি ডানা
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2
তাই তো তোমায় ডাকি
তোমার ছবি আঁকি, 2
তুমি নতুন দিনের নতুন পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2

আয়রে আয় পাখি  2

আজকের দিনে একা নয়
ঝাঁকে ঝাঁকে থাকতে হয়, 2
একসাথে এক সুরে গান গাইবো মোরা সবাই । 2
চল্ যেতে হয় যাবো দূরে  2
 আমরা পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা ।2

আয়রে আয় পাখি  2

আমরা কঁচি আমরা পাখি
আমরা ভবিষ‍্যৎ,
নতুন দিনে নতুন কথায় আজ নিলাম শপথ । 2
নতুন দিনে নতুন গানে  2
জানা হলো অজানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা  ।2

আয়রে আয় পাখি........।।

                       ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
১৬/১০/২০১৭
সময়:- ১১টা ১০মিঃ
লেখা:- চারা তুলতে গিয়ে
চারা খেতেই বসে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন