শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

গান:- নদী ও নদী

                   ।।। নদী ও নদী ।।।
             মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                    মধ‍্যবেনা, বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
নদী ও নদী
তুমি থাকতে আমার বাড়ির পাশে যদি,
ধরতাম আমি মাছ
ছুড়তাম আমি ঢিল
আনন্দ উল্লাসে ভর তো আমার মন ।

নদী ও নদী....

নদী তোমার বুকে চলে নৌ
নদী তোমার ভালো লাগে ঢেউ ।
নদী তোমার গর্ভে আছে রঙবেরঙ্গের মাছ
নদী তোমার পাড়ে আছে নানান রকম গাছ ।
তাই দেখিতে ছুটে আসি
ওরে নদী শোন ।

নদী ও নদী.......

নদী তোমার আঁকাবাঁকা পথে যেতে
ভালো লাগে ওই সুমদ্র পাড়ি দিতে ।
নদী তোমার ভালো লাগে আষাঢ় শ্রাবণ
নদী তোমার ভালো লাগে যখন ওঠে বান ।
তাই সকাল বিকাল দেখতে আসি
আমরা বন্ধু স্বজন ।

নদী ও নদী.....….।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন