রবিবার, ৬ মার্চ, ২০২২

রমজান মাসে

রমজান মাসে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা সবাই রমজান মাসে
রাখবো রোজা ভাই,
রোজা মোদের রাখতে হবে
হুকুম খোদার তাই  ।

রোজার মাঝে রোজাদারের জন্য যত কাজ,
সেই কাজেতে শিক্ষা আছে কেমন হবে সমাজ ।
তাইতো ওভাই রাখবো রোজা রমজান মাস এলে,
অনাহারের মুখে দেবো একটু খাবার তুলে ।

অসৎ থেকে থাকতে দূরে রোজার এই বিধান,
মুসালমানের জন্য খোদা তাই দিয়েছে রমাজান  ।
তাইতো ওভাই রাখবো রোজা নিয়ম কানুন জেনে,
আমরা হবো সেরা মানব থাকবো খোদার দ্বীনে  ।।

০৬.০৩.২০২২

কন্ঠস্বর

কণ্ঠস্বর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(শহীদ আনিস খান ভাইয়ের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা । )

তুমি ন্যায়ের পক্ষে বললে কথা
হতে পারো গুম,
আমি আনিস খান বলছি তাই
জনগণের ভাঙাও ঘুম  ।

আমার মত একটা আনিস
আর যেন ছাদের নিচে পড়ে না থাকে,
সন্তান হারানোর কষ্টে যেন মা
কাঁদে না দিকে দিকে  ।

তাই তুলতে হবে এমন আওয়াজ
কেঁপে উঠুক মসনদ থর থর,
ধামাচাপা দিয়ে কি বন্ধ করা যায়
হকপন্থীদের কণ্ঠস্বর !
       ======

ভালো ছেলে


ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।

ভালো হলে জ্ঞানে গুনে
মুল্য পাবে এই জীবনে,
তাইতো তোমায় শিখতে হবে
জানতে হবে কেমন আঁধার !

ভালো ছেলের দুর্গম পথে
উপকৃত হয় সমাজ,
ছলনা তো নয় বোঝেনা সে হায়
সে তো নির্ভীক নিশ্চয়  ।।