রবিবার, ৬ মার্চ, ২০২২

রমজান মাসে

রমজান মাসে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা সবাই রমজান মাসে
রাখবো রোজা ভাই,
রোজা মোদের রাখতে হবে
হুকুম খোদার তাই  ।

রোজার মাঝে রোজাদারের জন্য যত কাজ,
সেই কাজেতে শিক্ষা আছে কেমন হবে সমাজ ।
তাইতো ওভাই রাখবো রোজা রমজান মাস এলে,
অনাহারের মুখে দেবো একটু খাবার তুলে ।

অসৎ থেকে থাকতে দূরে রোজার এই বিধান,
মুসালমানের জন্য খোদা তাই দিয়েছে রমাজান  ।
তাইতো ওভাই রাখবো রোজা নিয়ম কানুন জেনে,
আমরা হবো সেরা মানব থাকবো খোদার দ্বীনে  ।।

০৬.০৩.২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন