ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।
ভালো হলে জ্ঞানে গুনে
মুল্য পাবে এই জীবনে,
তাইতো তোমায় শিখতে হবে
জানতে হবে কেমন আঁধার !
ভালো ছেলের দুর্গম পথে
উপকৃত হয় সমাজ,
ছলনা তো নয় বোঝেনা সে হায়
সে তো নির্ভীক নিশ্চয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন